রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
প্যানোয়া নিউজের প্রধান প্রতিবেদকের দায়িত্ব পেলেন সরওয়ার সাকিব মাদকাসক্ত ভাসুরের ছুরিকাঘাতে গৃহবধু খুন! চকরিয়ার খুটাখালী কলেজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন-সালাহউদ্দিন আহমেদ কক্সবাজার সাংবাদিক কল্যাণ অ্যাসোসিয়েশন-এর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মীরসরাইয়ে বিএনপি’র দুই পক্ষের সংঘর্ষে পথচারী নিহত শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক দাবি করে পোস্ট, এসিল্যান্ড প্রত্যাহার কক্সবাজারে সংরক্ষিত বনের পাশে বালু মহাল ইজারা না দিতে আইনি নোটিশ। মহেশখালীতে ফ্রি ফায়ার গেইম খেলতে না দেওয়ায় গলায় ফাঁস দিয়ে এক শিশু’র আত্মহত্যা! রামু সমিতির ইফতার ও শহীদ শিহাব কবির নাহিদ স্বরণে দোয়া মাহফিল অনুষ্টিত

রামুতে বর্নাঢ্য আয়োজনে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন

প্রেস বিজ্ঞপ্তি
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ৩০৩ বার পঠিত

২৫৬৭ বুদ্ধবর্ষ উদযাপন উপলক্ষে কক্সবাজারের রামুতে বর্নাঢ্য আয়োজনে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন হয়েছে। মহামতি গৌতম বুদ্ধ বৈশাখী পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ লাভ (মৃত্যুবরণ) করেছিলেন। ত্রি-স্মৃতি বিজড়িত এ দিবসে রামু কেন্দ্রীয় সার্বজনীন বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদ দিনব্যাপী কর্মসূচি পালন করে। রামু মৈত্রী বিহারস্থ সাদাচিং প্রাঙ্গণে বৃহস্পতিবার (৪ মে ২০২৩ খৃস্টাব্দ) অনুষ্ঠিত আয়োজনের কর্মসূচির মধ্যে ভোরে প্রভাতফেরি সহকারে বুদ্ধপূজা, সকাল ৮ টায় জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, ৯ টায় বর্নাঢ্য মৈত্রী শোভাযাত্রা, অষ্টউপকরনসহ মহাসংঘদান, ধর্মালোচনা সভা, ভিক্ষুসংঘকে পিন্ডদান ও জ্ঞাতিভোজের আয়োজন করা হয়।

ধর্মালোচনা সভায় সভাপতিত্ব করেন রামু কেন্দ্রীয় সার্বজনীন বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের সভাপতি, উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বনবিহারের মহা-পরিচালক বিজয় রক্ষিত মহাথেরো। আশীর্বাদক ছিলেন প্রজ্ঞামিত্র বনবিহার ও বিবেকারাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শীলমিত্র থেরো। উদ্বোধক ছিলেন মৈত্রী বিহারের অধ্যক্ষ প্রজ্ঞাতিলক থেরো, ধর্মদেশনা করেন ধর্মদুত বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ক্ষান্তিপাঞা থেরো, স্বধর্মোদ্বয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ প্রজ্ঞাবিনয় ভিক্ষু, চারি আর্য্যসত্য ধ্যান কুঠিরের পরিচালক প্রজ্ঞাসত্য ভিক্ষু প্রমুখ। পঞ্চশীল প্রার্থনা করেন শিক্ষক সুগত রঞ্জন বড়ুয়া।

উদযাপন পরিষদের নির্বাহী সদস্য ডালিম বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উদযাপন পরিষদের কার্যকরি সভাপতি তরুণ বড়ুয়া, সাধারণ সম্পাদক সন্তোষ বড়ুয়া, সমন্বয়কারী টিটু বড়ুয়া, অর্থ সচিব শিক্ষক সুমন বড়ুয়া তাতু।

বর্নাঢ্য মৈত্রী শোভাযাত্রায় রামু উপজেলার বিভিন্ন বৌদ্ধ বিহারের হাজারো বৌদ্ধ উপাসক-উপাসিকা, রামু কেন্দ্রীয় বৌদ্ধ যুব পরিষদসহ বিভিন্ন সামাজিক, ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়।

রামু কেন্দ্রীয় সার্বজনীন বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের নির্বাহী সভাপতি তরুণ বড়ুয়া জানান, বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা। এ বৈশাখী পূর্ণিমা তিথিতে মহামতি গৌতম বুদ্ধ জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ লাভ (মৃত্যুবরণ) করেছিলেন। ত্রিস্মৃতি বিজড়িত এ দিনটি বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব হিসেবে খুবই তাৎপর্যপূর্ণ। আমরা এ বছর রামু উপজেলার প্রত্যেকটি বৌদ্ধ বিহারের প্রতিনিধির সমন্বয়য়ে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন করেছি। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় রামু থানার পুলিশ প্রশাসন, সাংবাদিক ও অংশগ্রহণকারী সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে তিনি আগামীতেও সকলের সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs