শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারের সংকট-সম্ভাবনার কথা বলতে “আওয়াজ”র আত্মপ্রকাশ জুলাই ফাউন্ডেশনের অর্থ আত্মসাত, নাগরিক কমিটির নেত্রী বহিষ্কার। প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি উখিয়ার ১৩ শিক্ষার্থী, প্রধান শিক্ষক আটক ভারুয়াখালী ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ নেতাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার পাঁয়তারা কক্সবাজার সমুদ্রে যৌথ অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ সাত রোহিঙ্গা আটক পূর্বাচল প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা ও পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ট্রাম্পের শুল্ক থেকে তিন মাস রেহাই পাবে বাংলাদেশসহ অনেকে, চীনের কাঁধে আরো বোঝা খুটাখালীতে অপহৃত যুবকের মোটরসাইকেল উদ্ধার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে হিজড়া গোষ্ঠীর উৎপাত, ট্যুরিস্ট পুলিশের বিরুদ্ধে স্লোগান বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রামুতে ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

রিয়াজ উদ্দিন
  • আপডেট টাইম : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৩৫৫ বার পঠিত
রিয়াজ উদ্দিন:
রামুর বাকঁখালী নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা রামুর মানুষের কাছে এক প্রাণের উৎসব।বাঁকখালী নদীর দুই তীরে হাজারো মানুষের মারো মারো ধ্বনি আর নাচে গানে উৎসব আমেজে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতা।
শুক্রবার(২০ অক্টেবর) দুপুর ২টায় রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের বৃহত্তর অফিসেরচর ক্রীড়া পরিষদের উদ্যোগে অফিসেরচর আতিক্কাবিবির ঘাট সেতুর দক্ষিণ পাশের বাঁকখালী নদীতে অফিসেরচর আন্তঃ নৌকাবাইচ প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়। রামুতে এই নৌকা বাইচ দেখতে ভিড় করেন হাজারো দর্শক। চমৎকার এই বাইচ দেখে দারুণ খুশি তারা। বছর ঘুরে আবারও ছলাৎ-ছলাৎ শব্দে গর্জে উঠলো বাকঁখালী তীরে সুন্দইরা মাঝির বৈঠা। উৎসবে মাতোয়ারা বাকঁখালী নদীর তীর। নৌকা বাইচ উপলক্ষে রামু উপজেলা জুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।  ভরা বাকঁখালীর বুকে বাহারী নৌকার নাও দৌড়ানী নদীর পাড়ের মানুষজনকে নিয়ে চলে এক অন্য রকম আনন্দলোকে।
 এতে চ্যাম্পিয়ন হয়েছে অফিসেরচর দ্য ইয়াং বাহুবলী। রানার্স আপ হয়েছে অফিসেরচর বিটিসিএল নৌ দল এবং তৃতীয় স্থান লাভ করেছে অফিসেরচর কৃষক ক্লাব নৌ দল। প্রতিযোগিতায় অফিসেরচর দ্য ইয়াং বাহুবলীর মো. তাহসিন সেরা খেলোয়াড় এবং অফিসেরচর বিটিসিএল মো. জসিম উদ্দিন সেরা মাঝির পুরস্কার পান।
ফতেখাঁরকুল ইউনিয়নের বৃহত্তর অফিসেরচর ক্রীড়া পরিষদের আয়োজকরা জানান- অফিসেরচর গ্রামের চারটি নৌ দল এ নৌকাবাইচ প্রতিযোগিতায় অংশ নিয়েছে। দলগুলো হলো- অফিসেরচর কৃষক ক্লাব, অফিসেরচর বিটিসিএল, অফিসেরচর রাউনাফ ও অফিসেরচর দ্য ইয়াং বাহুবলী। চারটি দলের মধ্যে ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারনসহ মোট ১৪ ফাড়ি খেলা অনুষ্ঠিত হয়।
এই প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা গোলাম কবির, রামু প্রেস ক্লাব সভাপতি নীতিশ বড়–য়া, বিশিষ্ট ব্যবসায়ি হাবিবুল হক কোম্পানী, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুল হোসাইন, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, ক্রীড়া সংগঠক আছাদ উল্লাহ, ব্যবসায়ি জামাল হোসেন, এডভোকেট তানভীর শাহ, ফতেখাঁরকুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল, সাংবাদিক কপিল উদ্দিন ও মো. সাইদুজ্জামান প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, ক্রীড়া সংগঠক আরিফুল ইসলাম।
খেলা পরিচালনায় ছিলেন- ক্রীড়া সংগঠক আছাদ উল্লাহ, এডভোকেট তানভীর শাহ, জামাল হোসেন, আরিফুল ইসলাম ও তাওহীদ কাদের মুরাদ। সার্বিক সহযোগিতায় ছিলেন- মো. নুর হোসেন, মো. কলিম উল্লাহ, মো. আবদুর রহিম বাবুল, মো. শহীদুল্লাহ, মোহাম্মদ স্বপন প্রমূখ। সফলভাবে ঐতিহ্যবাহি নৌকাবাইচ প্রতিযোগিতা সম্পন্ন হওয়ায় সর্বস্তুরের ক্রাড়ীমোদীদের ধন্যবাদ জানিয়েছেন বৃহত্তর অফিসেরচর ক্রীড়া পরিষদের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs