নিজস্ব প্রতিবেদক:
গতকাল ১২ মার্চ ২০২৫ বুধবার কক্সবাজার শহরের কলাতলীস্থ স্যান্ডি বীচ রেস্তোরাঁ এন্ড রিসোর্টে নবপ্রতিষ্ঠিত Homeless Children Rehabilitation Foundation- HCRF এর উদ্যোগে যাকাতের অর্থে পথশিশুর পুনর্বাসন শীর্ষক একটি সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হাফেজ ইয়াসির হাবীবের তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য ও কোষাধ্যক্ষ দরবেশ আলী আরমান। কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সির্টির প্রক্টর মুহাম্মদ বদিউল আলম এর সভাপতিত্বে এতে প্রবন্ধ উপস্থাপন করেন উক্ত বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক, HCRF এর চেয়ারম্যান ও পিএইচডি গবেষক মুহাম্মদ হামিদুর রহমান (রায়হান আজাদ)। প্রবন্ধের ওপর আলোচনায় অংশ গ্রহণ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সমাজসেবী মাওলানা আবদুস সালাম, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির লেকচারার মুহাম্মদ জায়েদ, কক্সবাজার সরকারি কলেজের লেকচারার মুহাম্মদ জিল্লুর রহমান, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী জাহিদুল ইসলাম নোমান ও মহিউদ্দিন চৌধুরী মহী।
ইফতার গ্রহণের পূর্বে দু’আ ও মুনাজাত পরিচালনা করেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির লেকচারার মাওলানা নাঈম উদ্দিন মাহমুদ। মাহফিলে বহু সংখ্যক শিক্ষক, আইনজীবি, শিক্ষানুরাগী, এনজিও কর্মকর্তা, সমাজসেবী ও ব্যবসায়ী উপস্থিত হন।
সেমিনারে প্রবন্ধকার অধ্যাপক মুহাম্মদ হামিদুর রহমান বলেন, “আল কুরআনে যাকাতের ৮টি খাতের বর্ণনা রয়েছে। এইসব খাত অনুসারে যাকাত না দিলে তা কখনো আদায় হবে না। সেক্ষেত্রে ফকীর—মিসকীনের গুরুত্ব অনেক বেশি। পথশিশুরা ফকীর—মিসকীন তো বটে গা—রেমীন (ঋণগ্রস্ত) ও ইবনুস সাবীল তথা পথশিশু খাতের অনুকূলে যাকাতের হকদার সাব্যস্ত হয়। সভায় পথশিশুর পুনর্বাসনের লক্ষ্যে HCRF এর ফান্ডে যাকাত প্রদানে যাকাতের ছাহিবে নিসাব বিত্তশালীগণের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন HCRF এর সেক্রেটারি এমফিল গবেষক জনাব মুহাম্মদ ইউনুছ।