শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারের সংকট-সম্ভাবনার কথা বলতে “আওয়াজ”র আত্মপ্রকাশ জুলাই ফাউন্ডেশনের অর্থ আত্মসাত, নাগরিক কমিটির নেত্রী বহিষ্কার। প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি উখিয়ার ১৩ শিক্ষার্থী, প্রধান শিক্ষক আটক ভারুয়াখালী ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ নেতাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার পাঁয়তারা কক্সবাজার সমুদ্রে যৌথ অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ সাত রোহিঙ্গা আটক পূর্বাচল প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা ও পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ট্রাম্পের শুল্ক থেকে তিন মাস রেহাই পাবে বাংলাদেশসহ অনেকে, চীনের কাঁধে আরো বোঝা খুটাখালীতে অপহৃত যুবকের মোটরসাইকেল উদ্ধার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে হিজড়া গোষ্ঠীর উৎপাত, ট্যুরিস্ট পুলিশের বিরুদ্ধে স্লোগান বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মাতামুহুরি নদীর চর থেকে টমটম চালকের মৃতদেহ উদ্ধার!

জিয়াউল হক জিয়া
  • আপডেট টাইম : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৪৮ বার পঠিত

জিয়াউল হক জিয়াঃ

হাত-পা বাঁধা অবস্থায় মাতামুহুরি নদী থেকে মুহাম্মদ মুজিব (১৫) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার  করেছে পেকুয়া থানা পুলিশ।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ১টার দিকে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের পূর্ব মেহেরনামা মোরারপাড়াস্হ নদীর চর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত-মুজিব (১৫) চকরিয়া উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সিকদার পাড়া এলাকার ওমান প্রবাসী মোহাম্মদ আলীর ছেলে।ছেলেটি পেশায় টমটম চালক।
জানা গেছে,মোরার পাড়াস্হ মাতামুহুরি নদীর চরে সকাল ১১টার দিকে কাঁদার ওপর লাশ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে,পুলিশ এসে স্হানীয়দের সহযোগিতা লাশটি উদ্ধার করেছে।এসময় নদীতে জোয়ার এসেছে।এমতাবস্থায় নৌ পুলিশ এসে লাশটি নিয়ে যায়।
নিহতের চাচা জিয়াউর রহমান জানান,মুজিব ঘটনার দিন সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতে বাড়িতে না ফেরায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোন খদিস মেলেনি।মঙ্গলবার সকাল ১১টার দিকে ফেসবুকে দেখি নদীর চরের যুবকের এক মৃতদেহ ভাসছে।তখন খবর পেয়ে ঘটনাস্হলে গিয়ে লাশ দেখে আমি শনাক্ত করি।এসময় কান্নায় ভেঙ্গে পড়েছে নিহতের চাচা।এসময় কান্নার স্বরে বলেছে,তার পরিবারের অভাব-অটনের দায়ে ধার-দেনা করে টমটমটি ক্রয় করেছিল।তার আয়ে চলছিল পরিবারের সাংসারিক জীবিকায়নের খরচ।আমার ভাতিজা কার এমন ক্ষতি করেছে তাকে মেরে ফেলতে হবে?হে আল্লাহ এর বিচার করে দেখাও।অটোরিকশাটি বেড়িবাঁধের উপর পাওয়া গেছে। তবে ব্যাটারী খোলে নিয়ে গেছে।পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন,লাশটি উদ্ধারের পরে নৌ পুলিশ লাশ নিয়ে গেছে।নিহতের পরিবার আইনগত সহযোগিতা চাইলে,পুলিশ অবশ্যই সহযোগিতা করবে।এরপরও ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs