
এম.এ.কে.রানা,মহেশখালী::
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে একটি বসত বাড়িতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে নুরুল আবছার নামের এক যুবকের মৃ*ত্যু হয়েছে।
১৯ ফেব্রুয়ারী (বুধবার) সকাল ১১টায় উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ড তিতা মাঝির পাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। তার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত নুরুল আবছার তিতা মাঝির পাড়া এলাকার আমির হোসেন এর পুত্র। তিনি পেশায় একজন দিনমজুর।
স্থানীয়রা জানান, তিতা মাঝির পাড়া এলাকায় জাফর আলমের বাড়ির একটি সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নুরুল আবছারকে ভাড়া করেন মন্তু নামের এক মহিলা। সকাল সাড়ে ৯টার দিকে ওই বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন আবছার। পরিষ্কার করা অবস্থায় সেপটিক ট্যাংকের ভেতরে চিৎকার দিতে থাকলে ঐ বাড়ীতে থাকা মহিলারা পাশ্ববর্তী লোকজন ডেকে আনেন। পরে স্থানীয়রা সেপটিক ট্যাংক থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেপটিক ট্যাংকে থাকা বিষাক্ত (মিথেন) গ্যাসে তার মৃত্যু হয় বলে জানান স্থানীয়রা।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কাইছার হামিদ মৃত্যুর বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।মৃত্যুর ব্যাপারে পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..