শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় সাংবাদিক শাহ আলমের উপর হামলা ও রাইচমিল লুটের ঘটনায় দুই মামলা আসামি হলেই গ্রেপ্তার নয়, মানতে হবে নতুন নির্দেশনা কক্সবাজারের সংকট-সম্ভাবনার কথা বলতে “আওয়াজ”র আত্মপ্রকাশ জুলাই ফাউন্ডেশনের অর্থ আত্মসাত, নাগরিক কমিটির নেত্রী বহিষ্কার। প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি উখিয়ার ১৩ শিক্ষার্থী, প্রধান শিক্ষক আটক ভারুয়াখালী ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ নেতাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার পাঁয়তারা কক্সবাজার সমুদ্রে যৌথ অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ সাত রোহিঙ্গা আটক পূর্বাচল প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা ও পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ট্রাম্পের শুল্ক থেকে তিন মাস রেহাই পাবে বাংলাদেশসহ অনেকে, চীনের কাঁধে আরো বোঝা খুটাখালীতে অপহৃত যুবকের মোটরসাইকেল উদ্ধার

মহেশখালীর ধলঘাটা ইউপি নির্বাচনের প্রতীক বরাদ্দ ও প্রার্থীদের সঙ্গে মতবিনিময়

হ্যাপী করিম (স্টাফ রিপোর্টার) মহেশখালী।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ৪১৬ বার পঠিত

কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার ২নং ধলঘাটা ইউপি নির্বাচন আগামী ১৭ জুলাই-২০২৩ ইং, চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদ প্রার্থীর মাঝে বিভিন্ন প্রতীক বরাদ্দ ও প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ঘোষণা করেন। প্রতীক বরাদ্দের সময় প্রত্যেক ইউনিয়নের প্রার্থী-সমর্থকদের মনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।

পরে প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াছিনের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রের এএফএম শামীম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী। এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার বিমলেন্দু কিশোর পাল নির্বাচনী আচরণ সংক্রান্ত নীতিমালা উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন। উপজেলা নির্বাচন অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রার্থী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

এতে ধলঘাটা ইউনিয়নে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আহসান উল্লাহ (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আব্দুল মজিদ (ঘোড়া), আহমদ উল্লাহ (টেলিফোন) কামরুল হাসান (মোটরসাইকেল), নাছিমা বেগম (রজনীগন্ধা), মোহাম্মদ কামাল উদ্দিন (চশমা), মোহাম্মদ ওসমান (আনারস), মোহাম্মদ মামুন (টেবিল পেন), মোহাম্মদ নাহিদ রেজা খান (অটোরিকশা)।

এছাড়াও একইদিন সংরক্ষিত আসনের মহিলা ১৯জন ও সাধারণ সদস্য পদে ৪০ জন প্রার্থীদের মাঝেও উপজেলা নির্বাচন অফিস বিভিন্ন প্রতীক বরাদ্দ সম্পন্ন করেন। উল্লেখ্য, আগামী ১৭ ই জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। ওয়ার্ড ৯টি। মোট ভোটার ৯ হাজার ৮৯৯ জন। এরমধ্যে পুরুষ ৫ হাজার ৪১৪ ও নারী ৪ হাজার ৪৮৫ জন। মোট কেন্দ্র ৯টি এবং ভোটকক্ষ ২৮টি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs