শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারের সংকট-সম্ভাবনার কথা বলতে “আওয়াজ”র আত্মপ্রকাশ জুলাই ফাউন্ডেশনের অর্থ আত্মসাত, নাগরিক কমিটির নেত্রী বহিষ্কার। প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি উখিয়ার ১৩ শিক্ষার্থী, প্রধান শিক্ষক আটক ভারুয়াখালী ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ নেতাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার পাঁয়তারা কক্সবাজার সমুদ্রে যৌথ অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ সাত রোহিঙ্গা আটক পূর্বাচল প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা ও পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ট্রাম্পের শুল্ক থেকে তিন মাস রেহাই পাবে বাংলাদেশসহ অনেকে, চীনের কাঁধে আরো বোঝা খুটাখালীতে অপহৃত যুবকের মোটরসাইকেল উদ্ধার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে হিজড়া গোষ্ঠীর উৎপাত, ট্যুরিস্ট পুলিশের বিরুদ্ধে স্লোগান বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মহেশখালীর অদম্য মেধাবী তাজকিয়া মেডিকেল ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ

হ্যাপী করিম, মহেশখালী
  • আপডেট টাইম : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ৬০ বার পঠিত

হ্যাপী করিম,মহেশখালী প্রতিনিধি:

সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে সর্বোচ্চ নম্বর পেয়ে ভর্তির স্থান করে নিয়েছে অদম্য মেধাবী তাজকিয়া মোস্তারিন আবরিন পুতু।

গত রোববার (১৯ জানুয়ারি) বিকেল ৪টায় এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ ৭৪.৫ নম্বর পেয়ে মেডিক্যালে পড়ার চান্স পায়। তিনি গোপালগঞ্জ মেডিকেল কলেজে এমবিবিএসে পড়ার সুযোগ পেয়েছেন। চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী ছিলেন।

অদম্য মেধাবী তাজকিয়া মোস্তারিন আবরিন পুতু সে মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের খোন্দকারপাড়া নিবাসী মরহুম মাষ্টার নুরুল ইসলামের নাতি, গোলাম মাওলা সুযোগ কন্যা।

তাহার ঈর্ষনীয় সাফল্য অর্জনে ধারাবাহিক সাফল্যে-পুতু ইতোপূর্বে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ  থেকে বিজ্ঞান বিভাগ হতে অংশ গ্রহন করে GPA-5 (সব বিষয়ে A+) পেয়েছে। এছাড়া সে মহেশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতেও জিপিএ-৫ (সব বিষয়ে A+) এবং জেএসসিতে  ও জিপিএ-৫ পেয়েছিলো। সে  মহেশখালী উপজেলার ৭ম শেখ রাসেল মেমোরিয়াল গণিত উৎসব’১৯ এ সেরা গণিতবীদ এর সম্মাননা অর্জন ও অষ্টম শ্রেণি থেকে উইংস মেধাবৃত্তি-১৯ লাভ করে পুরষ্কৃত হয়। আরো উল্লেখ্য, ইতোপূর্বে পিএসসি পরীক্ষায় ও সে GPA-5 অর্জনের পাশাপাশি পঞ্চম শ্রেণিতে উইংস মেধাবৃত্তি সহ এ যাবৎ বেশ কয়েকটি বৃত্তি লাভ করে অব্যাহত কৃতিত্ব দেখিয়ে আসছে। সর্বশেষ সে ঢাকায় মেডিকেলের প্রস্তুতি হিসেবে ঢাকায় কোচিং রত ছিলো। ইতোমধ্যে সে কয়েকবার  স্কুল ফার্স্ট হওয়ার গৌরব ও অর্জন করেছিলো। তাছাড়া রেটিনায় কোচিংরত অবস্থায় বিভাগ ও সারাদেশের শিক্ষার্থীদের মধ্যে অভ্যন্তরিন পরীক্ষায় ভালো রেজাল্ট করে শিক্ষকদের আলাদাভাবে নজর কেড়ে পুরষ্কৃত হয়েছে। আমাদের পুতুর এমন ধারাবাহিক কৃতিত্বে আমরা পরিবারের সবাই অতিশয় আনন্দের পাশাপাশি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কলেজের   সম্মানীত সকল শিক্ষকবৃন্দ, কোচিং শিক্ষক সহ  সংশ্লিষ্ট সকলের প্রতি। মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়ায় একটু আগে তার অনুভুতি জানতে চেয়ে ঢাকায় অবস্থানরত পুতুকে ফোন দিলে সে সফলভাবে এমবিবিএএস শেষ করে যেন বিসিএস পরীক্ষায়ও ধারাবাহিক এ সফলতা ধরে রাখতে পারে তার জন্য সবার দোয়া কামনা করেছে।   আমি পরিবারের পক্ষ থেকে তার আরো উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া কামনা করছি।

প্রসঙ্গত, শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেশের ১৯টি কেন্দ্রের একাধিক ভেন্যুতে এ পরীক্ষা হয়।

এ বছর আবেদন জমা পড়েছে ১ লাখ ৩৫ হাজার ২৬১টি। কোটাসহ মেডিকেলে মোট আসন ৫ হাজার ৩৮০টি। এ হিসাবে এ বছর একটি আসনের পরিবর্তে ২৫ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs