কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে হত্যাসহ একাধিক মামলার এক আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ সময় দেশে তৈরি বন্দুক ও ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১ জুন) সকালে উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের মাইজপাড়া গ্রামের আবু ছৈয়দ এর পুত্র নাছির উদ্দিন (৩৩) ওরফে নাছির উদ্দীন’কে গ্রেপ্তার পুলিশ।
মাতারবাড়ী পুলিশ ক্যাম্পের এসআই ইমরান হোসেন বলেন, ভোর রাতে মইন্ন্যারঘোনায় নাছির উদ্দিনসহ কতিপয় সশস্ত্র লোক অবস্থান করছে খবরে পুলিশের একটি দল অভিযান চালায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ৪/৫ জন লোক দৌড়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়ে পুলিশ একজনকে গ্রেপ্তার করে। “পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দেশে তৈরি একটি বন্দুক ও একটি লম্বা দা পাওয়া যায়।” গ্রেপ্তার নাছির উদ্দিন একজন চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র ও পুলিশের উপর হামলাসহ নানা অভিযোগে ৫টির বেশি মামলা বিচারাধীন রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী বলেন, আটক আসামি বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে
তাকে গ্রেফতারের পর এলাকার মধ্যে স্বস্তি নেমে এসেছে, ৫টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। বিধি মোতাবেক তার বিরুদ্ধে অস্ত্র মামলা রেকর্ড করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।