পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, অশ্লীলতা ও নগ্নতা বন্ধ এবং রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে মহেশখালী উপজেলায় মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, অশ্লীলতা ও নগ্নতা বন্ধ এবং রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে মহেশখালী জামায়াতে ইসলামী’র স্বাগত মিছিল।
মহেশখালী উপজেলা জামায়াতের আমীর মাস্টার শামীম ইকবালের নেতৃত্বে পৌরসভার গোরকঘাটা বাজার জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে উপজেলা কার্যালয়, চৌরাস্তা’সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ভূমি অফিস পর্যন্ত মিছিল করেছে নেতা-কর্মীরা।
মিছিল শেষে চৌরাস্তা মোড়ে এক পথসভায়.. প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন..বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, বিশেষ অতিথি বক্তব্য রাখেন. বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলার কর্মপরিষদের সদস্য জাকের হোসেন, উপজেলা দক্ষিণ জামায়াতে সেক্রেটারি আব্দুর রহিম’সহ উপজেলা জামায়াতের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, কিছু অসাধু ব্যবসায়ী রমজান মাসে পরিকল্পিতভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাড়ায়। অতিথে সরকারের মন্ত্রীরা খেজুরের পরিবর্তে বরই দিয়ে ইফতারের কথা বলে জনগণের সঙ্গে নির্মম তামাশা ও করেছেন। তাই এসব গণধিক্কৃত, অথর্ব ও অবৈধ মন্ত্রীদের দেশ থেকে বিতাড়িত করেছে জনগণ।
অবিলম্বে বাজার নিয়ন্ত্রণ করে দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসা এবং সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে সাহরি ও ইফতার করতে পারে, সেজন্য প্রয়োজনে সরকারের পক্ষ থেকে ভর্তুকি দিয়ে হলেও রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার আহ্বান জানান।