শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারের সংকট-সম্ভাবনার কথা বলতে “আওয়াজ”র আত্মপ্রকাশ জুলাই ফাউন্ডেশনের অর্থ আত্মসাত, নাগরিক কমিটির নেত্রী বহিষ্কার। প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি উখিয়ার ১৩ শিক্ষার্থী, প্রধান শিক্ষক আটক ভারুয়াখালী ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ নেতাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার পাঁয়তারা কক্সবাজার সমুদ্রে যৌথ অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ সাত রোহিঙ্গা আটক পূর্বাচল প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা ও পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ট্রাম্পের শুল্ক থেকে তিন মাস রেহাই পাবে বাংলাদেশসহ অনেকে, চীনের কাঁধে আরো বোঝা খুটাখালীতে অপহৃত যুবকের মোটরসাইকেল উদ্ধার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে হিজড়া গোষ্ঠীর উৎপাত, ট্যুরিস্ট পুলিশের বিরুদ্ধে স্লোগান বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মহেশখালীতে ব্যাংক কর্মকর্তা উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ৩৪০ বার পঠিত

হ্যাপী করিম (মহেশখালী) প্রতিনিধি।
কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের দক্ষিণ খোন্দকারপাড়া শাহী জামে মসজিদে ঈদের নামাজ আগে-পরে আদায়কে কেন্দ্র করে একই গোষ্ঠীর মধ্যে প্রকাশ্যে এলোপাতাড়ি কুপিয়ে মহেশখালী পূবালী ব্যাংকের অপারেশন ম্যানেজার আব্দুল খালেক’সহ ৪ জনকে আহত করার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী ও গোরকঘাটা বাজার ব্যবসায়ীদের যৌথ ব্যানারে উপজেলা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বুধবার (৫ ই জুলাই) সকালে উপজেলা চত্বরের সামনে সর্বস্তরের এলাকাবাসী ও ব্যবসায়ীরা ঘন্টাব্যাপী মানববন্ধন করেন।

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন. আহতের মা সুরা খাতুন, বোন উম্মে হাবিবা, ভাই আব্দুল হক হিরণ, সাবেক মেম্বার আব্দুল মান্নান, মোহাম্মদ হোছান, মোহাম্মদ আমিন, সাবেক মেম্বার রাহমত উল্লাহ, মোহাম্মদ মিয়া প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় মেম্বার সালামত সিকদারের নেতৃত্বে সন্ত্রাসী কায়দায় অত্যন্ত নৃশংসভাবে আহত করেছে। কলঙ্কজনক অধ্যায়। কোন সভ্য সমাজ এ হামলা মেনে নিতে পারে না। আমরা এই বর্বর, নৃশংস হামলাকারীদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং প্রশাসনের কাছে তাঁদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

উল্লেখ্য, গত ২৯ জুন সকাল সাড়ে ৮টার দিকে দক্ষিণ খোন্দকারপাড়া শাহী জামে মসজিদে ঈদগাহে আগে-পরে ঈদের নামাজ আদায়কে কেন্দ্র করে একই গোষ্ঠীর দুই পক্ষের মধ্যে প্রথমে মসজিদে কথা কাটাকাটি এবং এক পর্যায়ে ৪ আহত গুরুত্ব আহত করে। এ ঘটনায় আহতের বড় ভাই আব্দুল হক হিরন বাদি হয়ে ঘটনার মু্লহুতা সালামত সিকদার’কে প্রধান আসামী করে ১১ জনকে আসামী করে মহেশখালী থানায় একটি মামলা দায়ের করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs