সোমবার (১৬ ই ডিসেম্বর) সকালে মহেশখালী উপজেলা প্রশাসনের আয়োজনে থানা প্রশাসন, রাজনৈতিক, সামাজিক, সরকারি বেসরকারি ও স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান পৃথকভাবে দিবসটি পালন করেছে।
সকালে উপজেলা চত্বরে শহীদ মিনারে প্রভাতফেরি, উপজেলা প্রশাসনের পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের কর্মসূচি পালনে উপজেলা প্রশাসনের পুষ্পমাল্য অর্পণের পর বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষার্থীরা শ্রদ্ধা নিবেদন করেন।
পরে উপজেলা নির্বাচন অফিসার বিমলেন্দু কিশোর পালের সঞ্চালনায়
এসময় উপস্থিত ছিলেন… উপজেলা সহকারী কমিশনার ভূমি দীপক ত্রিপুরা, মহেশখালী থানার ওসি কাইছার হামিদ, বীর মুক্তিযোদ্ধা উপজেলা কমান্ড আমজাদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউছার আহমেদ, বীর মুক্তিযোদ্ধা ফিরোজ খান, বীর মুক্তিযোদ্ধা সলিমুল্লাহ, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আতা উল্লাহ বোহারী, উপজেলা বিএনপির একাংশে সাধারণ সম্পাদক আমিনুল হক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি’সহ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিসহ সর্বস্থরের জনগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামের বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, পুরষ্কার বিতরণী, সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।