শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারের সংকট-সম্ভাবনার কথা বলতে “আওয়াজ”র আত্মপ্রকাশ জুলাই ফাউন্ডেশনের অর্থ আত্মসাত, নাগরিক কমিটির নেত্রী বহিষ্কার। প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি উখিয়ার ১৩ শিক্ষার্থী, প্রধান শিক্ষক আটক ভারুয়াখালী ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ নেতাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার পাঁয়তারা কক্সবাজার সমুদ্রে যৌথ অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ সাত রোহিঙ্গা আটক পূর্বাচল প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা ও পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ট্রাম্পের শুল্ক থেকে তিন মাস রেহাই পাবে বাংলাদেশসহ অনেকে, চীনের কাঁধে আরো বোঝা খুটাখালীতে অপহৃত যুবকের মোটরসাইকেল উদ্ধার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে হিজড়া গোষ্ঠীর উৎপাত, ট্যুরিস্ট পুলিশের বিরুদ্ধে স্লোগান বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মহেশখালীতে বনকর্মীদের উপর হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত-৬

হ্যাপী করিম, (মহেশখালী) প্রতিনিধি।
  • আপডেট টাইম : রবিবার, ২১ মে, ২০২৩
  • ৩৩৫ বার পঠিত

কক্সবাজারের মহেশখালীতে পাহাড়ি এলাকায় বনায়নের জন্য বাগান সৃজনের কাজ করার সময় বনকর্মীদের ওপর হামলা করেছে ভূমি দস্যুরা। এ সময় মহেশখালী রেঞ্জ কর্মকর্তাসহ ৬ জন আহত হয়েছেন।

২১ শে মে, রোববার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের নারকাটা এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় বন বিভাগের মহেশখালী রেঞ্জ কর্মকর্তা খান জুলফিকার আলী (৩৯), মুদিরছড়া বিট কর্মকর্তা মোহাম্মদ সানাউল্লাহ (৩৮), শাপলাপুর বিট কর্মকর্তা মোহাম্মদ নুরে আলম মিয়া (৩৬), নৌকাচালক মোহাম্মদ নুরুল আলম (৪২), শ্রমিক মোহাম্মদ শামসুল আলম ( ৫০) ও তাঁর ছেলে গুরা মিয়া (৩০) আহত হন। এর মধ্যে গুরা মিয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকি পাঁচজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য মোহাম্মদ শামসুল আলমকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বন বিভাগের মহেশখালী রেঞ্জ কার্যালয় সূত্রে জানা যায়, নারকাটা এলাকায় সংরক্ষিত বনের ভেতরে বাগান করার জন্য বনকর্মী ও শ্রমিকেরা জঙ্গল কেটে বন পরিষ্কার করছিলেন। এ সময় মোহাম্মদ জয়নাল নামের এক দখলদার লোকজন নিয়ে বনকর্মী ও শ্রমিকদের ওপর হামলা চালান।

একপর্যায়ে পেছন থেকে ধাওয়া করে বনকর্মীরা মোহাম্মদ জয়নালকে আটক করেন। কিন্তু থানায় নিয়ে যাওয়ার সময় তাঁর আত্মীয়রা রেঞ্জ কর্মকর্তা ও বনকর্মীদের মারধর করে মোহাম্মদ জয়নালকে ছিনিয়ে নিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রেঞ্জ কর্মকর্তা খান জুলফিকার আলী দুটি ফাঁকা গুলি করেন।

এ বিষয়ে রেঞ্জ কর্মকর্তা খান জুলফিকার আলী জানান. মোহাম্মদ জয়নাল প্রায় এক একর বনভূমি দখলে রেখে ছন খোলা করছিলেন। সেখানে বাগানের কাজ করতে গেলে তিনি হামলা চালান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs