নিজস্ব প্রতিবেদক:
মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে ফ্রি ফায়ার গেইম খেলতে না দেওয়ায় গলায় ফাঁস দিয়ে মোশাইদুল ইসলাম নামে এক শিশু আত্মহত্যা!
নিহত শিশু মোশাইদুল ইসলাম শাপলাপুর ইউনিয়নের সাদেকের কাটা এলাকার মোক্তার আহমদ এর ছেলে বলে জানা যায়।
জানা যায়, শিশুটি অনলাইনে ফ্রি ফায়ার গেইম খেলার প্রতি আসক্ত ছিল। মায়ের কাছ থেকে গেইম খেলার জন্য মোবাইল চেয়েছিল কিন্তু তার মা মোবাইল না দেওয়াতে রাতে গলায় ফাঁ’স দিয়ে আ’ত্ম’হ’ত্যা করে।
সূত্র: শাপলাপুুর নিউজ ডটকম