কক্সবাজার জেলার মহেশখালী পৌরসভার দাসিমাঝিপাড়া এলাকায় মৃত আবুল কালামের পুত্র জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।
বুধবার(২৪ মে)রাতে আহত আব্দুর রশিদ বাদী হয়ে অভিযোগ দায়ের করেন মহেশখালী থানায়। অভিযুক্তরা হলেন- মৃত আবুল কালামের পুত্র জাহাঙ্গীর আলম, মৃত সত্তর আলীর পুত্র মোহাম্মদ নেছার ও তার পুত্র কাইছার, মোহাম্মদ কালু, রমজান আলী, বেগমজান ও আক্তার’কে আসামি করে অভিযোগ করেন।
অভিযোগে আব্দুল রশিদ বলেন, আমার বসত ভিটা পৈত্রিক ও খরিদ সূত্রে মালিক হয়ে ভোগ করে আসছিলেন। অভিযুক্তরা চলাচলের রাস্তা দাবী করে বেদখল করার পায়তারা চালিয়ে আসছিল। গত ২৪ মে বিবাদীরা ১০-১২ জন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমাদের বসত ভিটায় ঘিরা বেড়া কাজ করতে দেখে। কাজে বাঁধা দেয়। তারা অস্ত্রশস্ত্র নিয়ে খুনের উদ্দেশ্যে আমার দিকে তেড়ে আসে। পরে আমি দৌড়ে পালিয়ে রক্ষা পাই, আমার পাশে থাকা নাতি ৪ বছরের আকিব হোসেনকে দায়ের কোপ দেয়, বসতঘরে হামলা চালিয়ে ক্ষতি সাধন করে, তারা আমাদের নানাভাবে হুমকি দিচ্ছে। উক্ত বিষয়ে স্থানীয় ভাবে মিমাংসা ও সালিশে বৈঠক হয় একাধিক বার, তারা কারো বিচার মানে না, একদিকে জমি দখল ও অপরদিকে আমরা পরিবারের সদস্যরা হুমকির মধ্যে আছি।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যে কোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার আশংকা রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চেয়েছেন এলাকাবাসী।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী বলেন, একটি অভিযোগ পেয়েছি, চার বছরের অবুঝ শিশু উপর হামলার অভিযোগ গুরুত্বের সহিত তদন্তে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।