শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারের সংকট-সম্ভাবনার কথা বলতে “আওয়াজ”র আত্মপ্রকাশ জুলাই ফাউন্ডেশনের অর্থ আত্মসাত, নাগরিক কমিটির নেত্রী বহিষ্কার। প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি উখিয়ার ১৩ শিক্ষার্থী, প্রধান শিক্ষক আটক ভারুয়াখালী ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ নেতাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার পাঁয়তারা কক্সবাজার সমুদ্রে যৌথ অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ সাত রোহিঙ্গা আটক পূর্বাচল প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা ও পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ট্রাম্পের শুল্ক থেকে তিন মাস রেহাই পাবে বাংলাদেশসহ অনেকে, চীনের কাঁধে আরো বোঝা খুটাখালীতে অপহৃত যুবকের মোটরসাইকেল উদ্ধার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে হিজড়া গোষ্ঠীর উৎপাত, ট্যুরিস্ট পুলিশের বিরুদ্ধে স্লোগান বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মহেশখালীতে জোরপূর্বক জমি দখলের ঘটনায় শিশুকে দায়ের কোপ, বৃদ্ধের উপর হামলা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ৩০৮ বার পঠিত

কক্সবাজার জেলার মহেশখালী পৌরসভার দাসিমাঝিপাড়া এলাকায় মৃত আবুল কালামের পুত্র জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।

বুধবার(২৪ মে)রাতে আহত আব্দুর রশিদ বাদী হয়ে অভিযোগ দায়ের করেন মহেশখালী থানায়। অভিযুক্তরা হলেন- মৃত আবুল কালামের পুত্র জাহাঙ্গীর আলম, মৃত সত্তর আলীর পুত্র মোহাম্মদ নেছার ও তার পুত্র কাইছার, মোহাম্মদ কালু, রমজান আলী, বেগমজান ও আক্তার’কে আসামি করে অভিযোগ করেন।

অভিযোগে আব্দুল রশিদ বলেন, আমার বসত ভিটা পৈত্রিক ও খরিদ সূত্রে মালিক হয়ে ভোগ করে আসছিলেন। অভিযুক্তরা চলাচলের রাস্তা দাবী করে বেদখল করার পায়তারা চালিয়ে আসছিল। গত ২৪ মে বিবাদীরা ১০-১২ জন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমাদের বসত ভিটায় ঘিরা বেড়া কাজ করতে দেখে। কাজে বাঁধা দেয়। তারা অস্ত্রশস্ত্র নিয়ে খুনের উদ্দেশ্যে আমার দিকে তেড়ে আসে। পরে আমি দৌড়ে পালিয়ে রক্ষা পাই, আমার পাশে থাকা নাতি ৪ বছরের আকিব হোসেনকে দায়ের কোপ দেয়, বসতঘরে হামলা চালিয়ে ক্ষতি সাধন করে, তারা আমাদের নানাভাবে হুমকি দিচ্ছে। উক্ত বিষয়ে স্থানীয় ভাবে মিমাংসা ও সালিশে বৈঠক হয় একাধিক বার, তারা কারো বিচার মানে না, একদিকে জমি দখল ও অপরদিকে আমরা পরিবারের সদস্যরা হুমকির মধ্যে আছি।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যে কোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার আশংকা রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চেয়েছেন এলাকাবাসী।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী বলেন, একটি অভিযোগ পেয়েছি, চার বছরের অবুঝ শিশু উপর হামলার অভিযোগ গুরুত্বের সহিত তদন্তে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs