হ্যাপী করিম,মহেশখালী প্রতিনিধি।
সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়ন-উদ্ভাবনে স্থানীয় সরকার’এই শ্লোগানকে সামনে রেখে মহেশখালী উপজেলাতে ৩দিন ব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে।
১৭ ই সেপ্টেম্বর, রোববার সকালে “শেখ হাসিনা মূলনীতি গ্রাম শহরের উন্নতি” শ্লোগান নিয়ে উপজেলা পরিষদের উদ্যোগে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন সরকারী ও বেসরকারী উন্নয়ন সংস্থা নিয়ে ৩দিনব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করেন..
উপজেলা নির্বাহী অফিসার মীকি মারমা।
এতে উদ্বোধন পরবর্তী উপজেলা হল রুমে প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে উপজেলা নির্বাহী অফিসার মীকি মারমা’র সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব মকসুদ মিয়া এসময় আরো উপস্থিত ছিলেন এলজিইডি’র প্রধান প্রকৌশলী সবুজ কুমার দে, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভব রঞ্জন দাস, উপজেলা পরিসংখ্যান অফিসার তাপস দত্ত, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সালেহ আহমদ, ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার ডাক্তার সলিমুল্লাহ, পৌরসভা সচিব নুর মোহাম্মদ চৌধুরীসহ মহেশখালী পৌরসভার সকল কাউন্সিলার, ইউপি সচিব, মেম্বার’রাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য- জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ এর মেলা তিনদিন ব্যাপী ১৭-১৯ সেপ্টেম্বর প্রতিদিন সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলমান থাকবে।