নুরুল করিম,মহেশখালী,কক্সবাজার।
কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে ১৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা আজ।
রোববার অন্যান্য শিক্ষা বোর্ডের মতো চট্টগ্রাম বোর্ডেও এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কারিগরি শিক্ষা বোর্ডের হিসাব বিজ্ঞাননীতি ও প্রয়োগ-২ ও মাদরাসা শিক্ষা বোর্ডের ইংরেজি ১ম পত্র পরীক্ষা শান্তি শৃঙ্খলায় সুষ্ঠু পরিবেশে সম্পূন্ন হয়েছে।
মহেশখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুর রহমান জানান, এবার উপজেলায় এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১ হাজার ৩৯ জন ও আলিম পরীক্ষায় অংশ নিচ্ছে ২০৫ জন শিক্ষার্থী। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিচ্ছে ১০০ জন শিক্ষার্থী। এতে মোট ১ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে আজ। পরীক্ষার প্রথম দিন এইচএসিতে ৯ জন ও আলিমে ৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
তিনি আরো জানান, তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে শুক্রবার (১১ আগস্ট) মাদরাসা শিক্ষা বোর্ডের আলিম ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ভোকেশনাল, বিএম-বিএমটি ও ডিপ্লোমা ইন কমার্স এবং চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছিল।