কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিরোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক সমস্যা নিরসন ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে এক কর্মশালা অনুষ্টিত হয়েছে।
১১ ই মে বৃহস্পতিবার, দুপুর ১টায় উপজেলা ইসলামী ফাউন্ডেশন কার্যালয়ের সভাকক্ষে ইসলামী ফাউন্ডেশন মহেশখালী উদ্যোগে ইসলামী ফাউন্ডেশন কক্সবাজার কার্যালয়ের উপ-পরিচালক ফাহমিদা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় কর্মশালা।
এই কর্মশালায় বক্তারা বলেছেন ইসলামের সুমহান বাণী সবার মাঝে পৌছে দিতে ইমাম সমাজ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছেন।
ইসলাম সন্ত্রাস, জঙ্গিবাদের মতো ঘৃণ কাজ সমর্থন করে না। পথভ্রষ্টরা ইসলামের নামে অপকর্ম করে মুসলিম জাতিকে কলুষিত করছে। এ ব্যাপারে আলেম উলামা ও মসজিদের ইমামগন আরো বেশি ভূমিকা পালন করতে হবে।
ইসলামী ফাউন্ডেশন মহেশখালী ফিল্ড সুপারভাইজার ছৈয়দ মীর কাশেম এর পরিচালনায় শুরুতে পবিত্র ক্বোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় প্রশিক্ষণ কর্মশালা।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহেশখালী থানার সেকেন্ড অফিসার মোহাম্মদ আবু বক্কর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড বীর মুক্তিযোদ্ধা ছালেহ আহমদ, মহেশখালী সব সময়ের সম্পাদক সাংবাদিক আবুল বশর পারভেজ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) মহেশখালী উপজেলা শাখার সভাপতি জাহেদ সরওয়ার।
ইমাম-মুয়াজ্জিন ও আলেম-ওলামারা উপস্থিতিতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রবীন আলেম মাওলানা মোহাম্মদ ইসমাইল।
পরে ইসলামী ফাউন্ডেশন কক্সবাজার কার্যালয়ের উপ-পরিচালক ফাহমিদা বেগম উপজেলা মডেল মসজিদ নির্মানের কাজের স্থান পরিদর্শন করেন। যায় বরাদ্দে ব্যয় ১৪ কোটি ৯৯ লক্ষ টাকা।