শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
আসামি হলেই গ্রেপ্তার নয়, মানতে হবে নতুন নির্দেশনা কক্সবাজারের সংকট-সম্ভাবনার কথা বলতে “আওয়াজ”র আত্মপ্রকাশ জুলাই ফাউন্ডেশনের অর্থ আত্মসাত, নাগরিক কমিটির নেত্রী বহিষ্কার। প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি উখিয়ার ১৩ শিক্ষার্থী, প্রধান শিক্ষক আটক ভারুয়াখালী ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ নেতাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার পাঁয়তারা কক্সবাজার সমুদ্রে যৌথ অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ সাত রোহিঙ্গা আটক পূর্বাচল প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা ও পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ট্রাম্পের শুল্ক থেকে তিন মাস রেহাই পাবে বাংলাদেশসহ অনেকে, চীনের কাঁধে আরো বোঝা খুটাখালীতে অপহৃত যুবকের মোটরসাইকেল উদ্ধার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে হিজড়া গোষ্ঠীর উৎপাত, ট্যুরিস্ট পুলিশের বিরুদ্ধে স্লোগান

মহেশখালীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন 

হ্যাপী করিম, মহেশখালী
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৮৫ বার পঠিত
হ্যাপী করিম, মহেশখালী:
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা এ শ্লোগান’কে সামনে নিয়ে কক্সবাজার জেলার মহেশখালীতে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস।
সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা চত্বরে বীর মুক্তিযোদ্ধা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে মাধ্যদিয়ে শুরুতে জাতীয় পতাকা উত্তোলন, দুর্নীতিবিরোধী র‌্যালি, মানববন্ধন এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

মহেশখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আশীষ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ হেদায়েত উল্লাহ।

এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা, মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কাউছার আহমেদ, মহেশখালী উপজেলা দক্ষিণ শাখা জামায়াতের আমির মাষ্টার শামীম ইকবাল, মহেশখালী প্রেস ক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ, উপজেলা সমাজ সেবা অফিসার মো. দিদার আলম, কৃষি অফিসার মো. আনোয়ার হোসেন, উপজেলা নির্বাচন অফিসার বিমলেন্দু কিশোর পাল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ ফিরোজ খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান,
উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মাওলানা ইউনুস, মাষ্টার গিয়াস উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি রাজেশ খান্না শার্মা এছাড়াও দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সকল সদস্য’সহ ‘সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ, স্কুল-কলেজের শিক্ষার্থী’রা উপস্থিত ছিলেন।

মহেশখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেনের পরিচালনায় সভায় বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে। আমরা যদি নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করি তাহলে দুর্নীতি অনেকাংশে কমে যাবে। পাশাপাশি সরকারি প্রতিটি দপ্তরে যাতে গ্রাহক কোনোভাবে দুর্নীতি বা হয়রানি শিকার না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে দুর্নীতি বিরোধী সচেতনতা বৃদ্ধি করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs