আগামীকাল রোববার (৩০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান (দাখিল) পরীক্ষা সকাল ১০ টায় পরীক্ষা শুরু হয়ে দুপুর ১ টায় পর্যন্ত চলবে। নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা চলবে আগামী ২৩ মে পর্যন্ত। মহেশখালী উপজেলা থেকে এতে অংশ নিবে ৪ হাজার ২০৩ জন পরীক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জাহিদুর রহমান।
তিনি বলেন, হলগেটে পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করে নকলমুক্ত অবস্থায় হলে প্রবেশ নিশ্চিত করা হবে। এছাড়াও মাইকিং করে অভিভাবককে পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রের বাইরে ২০০ গজ দূরে অবস্থানের জন্য বলা হবে এবং যেকোনো ধরণের সভা সমাবেশ করার জন্য নিষেধ করা হয়েছে। ইতোমধ্যে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, মহেশখালী উপজেলায় এ বছর স্কুল শিক্ষার্থীদের জন্য ৬টি ও মাদরাসা শিক্ষার্থীদের জন্য ২টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। স্কুল থেকে ২ হাজার ৯৮৫ জন, মাদরাসা থেকে ৯৮৮ জন ও কারিগরি ভোকেশনাল থেকে ২৩০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।
শিক্ষা মন্ত্রণালয় সুত্রে- পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশিত হবে বলেও জানায়।