শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারের সংকট-সম্ভাবনার কথা বলতে “আওয়াজ”র আত্মপ্রকাশ জুলাই ফাউন্ডেশনের অর্থ আত্মসাত, নাগরিক কমিটির নেত্রী বহিষ্কার। প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি উখিয়ার ১৩ শিক্ষার্থী, প্রধান শিক্ষক আটক ভারুয়াখালী ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ নেতাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার পাঁয়তারা কক্সবাজার সমুদ্রে যৌথ অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ সাত রোহিঙ্গা আটক পূর্বাচল প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা ও পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ট্রাম্পের শুল্ক থেকে তিন মাস রেহাই পাবে বাংলাদেশসহ অনেকে, চীনের কাঁধে আরো বোঝা খুটাখালীতে অপহৃত যুবকের মোটরসাইকেল উদ্ধার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে হিজড়া গোষ্ঠীর উৎপাত, ট্যুরিস্ট পুলিশের বিরুদ্ধে স্লোগান বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বেড়িবাঁধের সরকারি খাস জায়গা অবৈধভাবে দখল করে দোকান ঘর নির্মাণ

হ্যাপী করিম, মহেশখালী প্রতিনিধি।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ৩৪৬ বার পঠিত

মহেশখালী উপজেলায় বেড়িবাঁধের সরকারি খাস জায়গা বেআইনিভাবে দখল করে বাড়িঘর ও দোকানপাট নির্মাণ করলেও কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

সম্প্রতি উপজেলা কুতুবজোম ইউনিয়নের ডেম্বুনিয়া এলাকায় বেড়িবাঁধে কুতুবজোম মৌজার ১নং খাস খতিয়ানের ভূমিতে এলাকায় সরেজমিন বেড়িবাঁধ গেলেই দখলের মহোৎসব, বাড়িঘর ও দোকানপাট নির্মাণের দৃশ্য চোখে পড়বে। বেশিরভাগ ইট-বালু ব্যবহার করে স্থায়ী ঘরবাড়ি করছেন।

এদিকে দখলকারী জাহাঙ্গীর আলম বলেন, বেড়িবাঁধের জায়গা অনেকেই দখল করে ঘরবাড়ি করছে। আমিও জায়গা দখল করে দোকান করেছি। তবে প্রশাসন নির্দেশ দিলে আমি দোকানঘর ভেঙে ফেলবো।

এ ব্যাপারে কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট শেখ কামাল বলেন, সরকারি কোনো নিয়মনীতির বাইরে কোনো কাজ আইনত দণ্ডনীয় অপরাধ। বিষয়টি তদন্তপূর্বক সরকারি জায়গা অবৈধভাবে দখলদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএফএম শামীম জানান, দোকান ঘর নির্মাণ করার ব্যাপারে কিছুই জানি না। কাউকে অনুমতি দেয়ার প্রশ্নই উঠে না। সরকারি জায়গা লিজ নেয়ার পরই জায়গার দখল বুঝিয়ে দেয়া হয়। সরকারী জায়গায় লিজ ব্যতীত কেউ নির্মাণ কাজ করতে পারবে না। এ ব্যাপারে আমি খবর নেয়ার জন্য ইউনিয়নের উপসহকারী ভূমি কর্মকর্তা’কে নির্দেশ দিয়েছি, প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs