শিক্ষক তিনি, যিনি অন্যের সন্তানের সাফল্যে নিজেকে আনন্দিত ও গর্বিত মনে করেন।প্রকৃত মহান শিক্ষকের শিক্ষায় আলোকিত হয়ে আমরা সমাজকে আলোকিত করি।শিক্ষক চৌম্বকের ন্যায় অর্থাৎ চৌম্বকের সংস্পর্শে এসে লোহা চৌম্বক দ্বারা আবেশিত হয়(Magnetic induction) এবং চৌম্বকত্ব লাভ করে। যে সকল সরল মনের আলোকিত শিক্ষক হতে আমরা শিক্ষা লাভ করে সমাজের এই পর্যায়ে উপনিত হয়েছি আজ বিশ্ব শিক্ষক দিবসে তাদের জানাচ্ছি অকৃত্রিম ভালোবাসা, বিনম্র শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা।
শিক্ষককে হতে হবে শিক্ষার্থীর প্রতি বন্ধুসুলভ, ন্যায়পরায়ণ, কর্মতৎপর ও সরল পথ প্রদর্শক,যাকে অনুসরন করে শিক্ষার্থীরা একটি সঠিক সৎ পথের সন্ধান পেতে পারে। যে সমাজে শিক্ষক শিক্ষার্থীর মধ্যে সম্পর্ক যত গভীর শ্রদ্ধার ও ভালোবাসার অনন্য মর্যাদায় উপনিত হয় সে সমাজ তত বেশি আলোকিত হয়।
আমাদের যে সকল শ্রদ্ধাভাজন শিক্ষক আমাদের ছেড়ে পরলোক গমন করেছে তাদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং যারা আমাদের মাঝে আছেন তাদের রোগমুক্ত দীর্ঘায়ু প্রত্যাশা করছি।
বিশ্ব শিক্ষক দিবসে সকল শিক্ষার্থীদের অন্তরে শিক্ষকদের প্রতি গভীর আন্তরিকতা, শ্রদ্ধা ও ভালোবাসা সৃষ্টি হোক এবং তারা সুশিক্ষাই শিক্ষিত হয়ে আলোকিত কল্যাণকামী মানুষ হয়ে দেশ মাতৃকার সেবক হিসেবে গড়ে উঠে দেশকে শান্তির জনপদে পরিণত করুক।মহান সৃষ্টিকর্তার দরবারে এই প্রার্থনা রইল।