মুহাম্মদ এমরান, লামা(বান্দরবান)প্রতিনিধি:
পার্বত্য বান্দরবানের লামা উপজেলা থেকে ফের ২২ জন রাবার শ্রমিক অপহরণ হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ০৩ নং ফাঁসিয়াখালি ইউনিয়নের ০১ নং ওয়ার্ড মুরুং ঝিরি পাড়া থেকে তাদের অপহরণ করা হয়।
এখনো অপহৃতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি, মুক্তিপণের বিষয়েও কথা ওঠেনি । তবে, অপহরণের খবর পাওয়ার পরপরই যৌথবাহিনীর সদস্যরা উদ্ধার অভিযানে নেমেছেন।
স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার রাতে লামা উপজেলার ফাঁসিয়াখালি ইউনিয়নের ০১ নং ওয়ার্ড মুরুং ঝিরি পাড়া থেকে ২২ জন রাবার শ্রমিককে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। তবে, কে বা কারা সে বিষয়ে কিছু জানা যায়নি। ধারণা করা হচ্ছে, উপজাতীয় স্বশস্ত্র গোষ্ঠী তাদেরকে অপহরণ করে নিয়ে গেছে।
লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, আনুমানিক ২২ জন রাবার শ্রমিককে অপহরণের ঘটনা ঘটেছে। এ বিষয়ে এখনো লিখিত কোনো অভিযোগ আসেনি। তবে, খবর পাওয়ার পরপরই পুলিশ, বিজিবি,সেনা সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছে।
উল্লেখ্য যে, গত ১ ফেব্রুয়ারী উপজেলার সরই ইউনিয়নের কমলা বাগান এলাকায় একটি খামারবাড়ি থেকে ০৭ জন শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। এর আগেও উপজেলার সরই ইউনিয়নে অপহরণের ঘটনা ঘটে।