আবদুর রশিদ,নাইক্ষ্যংছড়ি,বান্দরবান :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৩ মার্চ বৃহস্পতিবার বিকাল ৫ টায় নারিচবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বাইশারী ইউনিয়ন শ্রমিক দলের আহবায়ক ছব্বির আহমেদ কোম্পানির সভাপতিত্বে বাইশারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাংবাদিক আবদুর রশিদের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম কোম্পানি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমেদ,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন,বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন বাহাদুর,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল কাসেম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবদুর রশিদ,যুবদলের সাবেক সভাপতি মোঃ শাহাজাহান,মৎস্যজীবী দলের সভাপতি ছৈয়দ আলম ফরাজি, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব ফয়েজ আহমেদ মেম্বার, ছাত্র দলের যুগ্ম আহবায়ক মোঃ শাহাদাৎ বাইশারী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জসিম উদ্দিন, শ্রমিক দলের সদস্য সচিব আবদুল মান্নান প্রমূখ।
মোনাজাত পরিচালনা করেন মধ্যম বাইশারী আবদুর রহমান ইবনে আউফ রাঃ মাদ্রাসার পরিচালক মাওলানা মনজুরুল ইসলাম।
ইফতার মাহফিলে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ইফতার মাহফিলে ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন।