
আবদুর রশিদ,নাইক্ষ্যংছড়িঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার ১২ ই ফেব্রুয়ারি বিকাল সাড়ে চারটার সময় বাইশারী উচ্চবিদ্যালয় এন্ড কলেজ মাঠে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের উদ্বোধক ইউনিয়ন বিএনপির আহবায়ক ও বাইশারী বাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ আবদুল করিম বান্টু।
বাইশারী যুব ও ক্রীড়া সংগঠনের সভাপতি মুমিনুল ইসলাম সোহেলের সভাপতিত্বে সদস্য জসিম উদ্দিনের পরিচালনায় টুর্নামেন্টে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামির বাইশারী ইউনিয়ন শাখার আমীর মোঃ ছলিম,বাইশারী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আবুল কালাম, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের আহবায়ক আবদুল হামিদ, প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি আবদুর রশিদ,বাইশারী উচ্চবিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক মুমিনুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক আলী মিনহাজ, বাইশারী বাজারের সাংগঠনিক সম্পাদক, মনিরুল ইসলাম, বিএনপি নেতা আবু ছিদ্দিক, বাইশারী ইউনিয়ন ছাত্রদল সভাপতি মাহবুবুল ইসলাম, প্রমুখ।
বাইশারী যুব ও ক্রীড়া সংগঠনের আয়োজনে প্রথম দিনের খেলায় অংশ গ্রহন করেন নারিচ বুনিয়া সম্প্রীতর ফুটবল একাদশ বনাম গর্জনিয়া ইয়াং ষ্টার ফুটবল একাদশ।
প্রথমার্ধের খেলায় নারিচ বুনিয়া সম্প্রীতির ফটবল একাদশ গর্জনিয়া ইয়াং স্টার ফুটবল একাদশকে ১ গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়।
খেলার দ্বীতীয়ার্ধে উভয় দল ২ – ১ গোল করে। খেলা শেষ হওয়া পর্যন্ত আর কোন ধরনের গোল করতে না পারায় নারিচ বুনিয়া সম্প্রতির নারিচ বুনিয়া ফুটবল একাদশ ০১ গোলে জয় লাভ করেন।
খেলা পরিচানা করেন মোঃ হোছাইন তার সহযোগি ছিলেন মোঃ শাহীন।
এ জাতীয় আরো খবর..