সংবাদ বিজ্ঞপ্তি:
এশিয়ার ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) কক্সবাজার জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার শহরের একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন দেশের জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক বিএসপিএ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুদীপ্ত আহমেদ আনন্দ।
কক্সবাজার বিএসপিএ আহবায়ক এম আর মাহাবুবের সভাপতিত্বে ও সদস্য সচিব আহসান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, জেলা সংস্থার সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ জসিম উদ্দিন, দৈনিক দিনকালের সিনিয়র রিপোর্টার নুরুল ইসলাম হেলালী, বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার হাসানুর রশীদ, এনটিভির স্টাফ রিপোর্টার ইকরাম চৌধুরী টিপু, সিনিয়র সাংবাদিক এস এম জাফর, জেলা ফুটবল দলের সাবেক অধিনায়ক মাসুদ আলম, জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, মোহনা টিভির স্টাফ রিপোর্টার আমানুল হক বাবুল প্রমুখ।
কক্সবাজার বিএসপিএ’র সাবেক সভাপতি মাহবুবুর রহমানের স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে শুরু হওয়া আলোচনা সভায় জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের সভাপতি জাতীয় রেফারি সৈয়দ করিম, জেলা ক্রীড়া সংস্থার সাবেক কর্মকর্তা অধ্যাপক জসিম উদ্দিন, তসলিম উদ্দিন, দৈনিক সমকালের চট্টগ্রাম অফিসের সিনিয়র সাংবাদিক নাসির উদ্দিন হায়দার, দৈনিক আজকের দেশবিদেশ পত্রিকার সম্পাদক আয়ুবুল ইসলাম, কক্সবাজার রিপোর্টাস ইউনিটির সভাপতি রাসেল চৌধুরী, নয়াদিগন্ত প্রতিনিধি গোলাম আজম খান, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি কামরুল ইসলাম মিন্টু, সিবিএন এর বার্তা সম্পাদক ইমাম খাইর, দৈনিক যুগান্তরের ভ্রাম্যমাণ প্রতিনিধি আবুল কাশেম, কক্সবাজার প্রতিনিধি জসিম উদ্দীন, চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি আজিম নিহাদ, বিএসপিএ সদস্য দৈনিক বণিক বার্তা প্রতিনিধি সৈয়দ আলম, দৈনিক কক্সবাজারের সিনিয়র রিপোর্টার এম.বেদারুল আলম, প্রধান প্রতিবেদক তাজুল ইসলাম পলাশ, চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি ইরফানুল হাসান, সিবিএনের সিনিয়র রিপোর্টার আজিজ রাসেল, সি নিউজের বার্তা প্রধান শাহেদ মিজান, রাইজিং বিডির প্রতিনিধি তারেকুল ইসলাম, বীচ টিভির সিইও রফিকুল ইসলাম সোহেল, সাবেক ফুটবলার জিয়াবুল প্রমুখ উপস্থিত ছিলেন।
ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সহ-সভাপতি সুদীপ্ত আহমেদ আনন্দ বলেন, সারাদেশে বিএসপিএ এর যেসব শাখা সমিতি রয়েছে তার মধ্যে কক্সবাজার শাখা অনেক শাক্তিশালী এবং ক্রীড়া সাংবাদিকদের সু-সংগঠিত সংগঠন। যে কারণে দেশসেরা সংগঠনের পুরস্কারও পেয়েছে কক্সবাজার। তিনি কেন্দ্র কর্তৃক পুরস্কৃত হওয়া সেরা সংগঠনের সেই ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্যে আহ্বায়ক কমিটির কর্মকর্তা এবং সকল সদস্যদের আন্তরিকতার সঙ্গে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।