রিয়াজ উদ্দিন, কক্সবাজার:
মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী কক্সবাজার রামু উপজেলার জোয়ারিয়ানালার ইউনিয়নের নোনাছড়ি এলাকার বাসিন্দা নুরুক হক (৫৫)। বাঁচার প্রবল আকুতি তার। কিন্তু অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না ছেলে সন্তানহীন পাঁচ কন্যা সন্তানের পরিবার। যিনি উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন, তিনিই আজ চিকিৎসার অভাবে নিজ বাড়িতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
এই অসহায়ত্ব পরিবারে একমাত্র উপার্জন নুরুল হক দীর্ঘদিন যাবত অসুস্থ হয়ে বাড়িতে জীবন যুদ্ধে লড়ে যাচ্ছেন।
ক্যান্সারে আক্রান্ত নুরুল হক জানায়, কক্সবাজার জেলার সকল হাসপাতাল তিনি চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। অবস্থার তেমন উন্নতি হয়নি। পরে ঢাকায় রেফার করলে ঢাকায় যাওয়ার মত সামর্থ্য তার নেই।
তার পরিবার জানায়, আক্রান্ত বাবার যে স্ব হায় সম্বল ছিল, তা বিক্রি করে চিকিৎসা চালিয়েছিলো। তিনি এখন বিনাচিকিৎসায় বাড়িতে মানবেতর জীবনযাপন করে মৃত্যুর দিন গুনছে। কিন্তু বাবার বাচাঁর প্রবল আগ্রহ থাকলেও টাকার কাছে হেরে যায় আমরা । তাই সকলের কাছে বাবার জীবন বাঁচাতে এগিয়ে আসার অনুরোধ রইল। আক্রান্ত রোগীর আবেদনকারীর নগদ মোবাইল নং ০১৮৭৩২১৪৪১০