গত ১৩ নভেম্বর ‘খুরুশিয়া নিউজ ডট কম’ নামীয় এক পোর্টালে বঙ্গবন্ধু ছাত্র পরিষদ খুরুশকুল ইউনিয়ন শাখা’র সহ-সভাপতির পরিচয়ে সরকার পাড়ার মানুষ অতিষ্ঠ সংবাদটি আমার দৃষ্টিগুচর হয়েছে। প্রকৃত সত্য ঘটনা এই যে আমি অসীম সরকার বিশ্বিবদ্যালয় পড়ুয়া একজন ছাত্র হই।পড়ালেখার পাশাপাশি আমি স্হানীয় এক মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে কর্মরত রয়েছি।আমার পরিবারের অনান্য সদস্যদের মধ্যে আমার বাবা কক্সবাজার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছে,আমরা দুই ভাইয়ের আমি শিক্ষকতা পেশায় নিয়োজিত আছি অপর ছোট ভাই লেখাপড়ার পাশাপাশি স্হানীয় এক বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। মূলত গত ০৮/১১/২৪ ইংরেজি খুরুশকুল সরকার পাড়া শশ্মান কমিটির নির্বাচনে এলাকাবাসীর প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর থেকে আমার সামাজিক অবস্হান ও জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে পরাজিত শক্তি নানান ভাবে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে আমাকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই
পাশাপাশি এ ধরনের বিভ্রান্তমূলক নিউজ করার আগে সঠিক তদন্ত পূর্বক সংবাদ প্রকাশের জন্য সাংবাদিক ভাইদের প্রতি বিনীত অনুরোধ করছি এবং গতকালের সংবাদে যেসকল মিথ্যা তথ্য উপস্থাপন করা হয়েছে তার চ্যালেঞ্জ করে বলতে পারি তার কোন সত্যতা নেই,যদি একবিন্দু পরিমাণ সত্যতা প্রমাণ করতে পারে তাহলে আমি সকল অভিযোগ মাথা পেতে নিব,পাশাপাশি সংবাদে যাদের নাম উল্লেখ করা হয়েছে যথাক্রমে উজ্জ্বল সরকার,সন্জু সরকার, সুপ্তী সরকার ও বালী সরকার তারা এ ব্যাপারে কোনকিছু জানা নেই বলে ভিডিও বার্তা দিয়েছেন এবং যে কমিটি উল্লেখ করা হয়েছে তা মেয়াদ উত্তীর্ণ হয়েছে প্রায় ৩ বছর, সুতরাং এ ধরনের বিভ্রান্তিমূলক সংবাদে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ রইল।
প্রতিবাদকারী
অসীম সরকার
সাধারণ সম্পাদক
সরকার পাড়া শশ্মান পরিচালনা কমিটি
খুরুশকুল, কক্সবাজার।