শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারের সংকট-সম্ভাবনার কথা বলতে “আওয়াজ”র আত্মপ্রকাশ জুলাই ফাউন্ডেশনের অর্থ আত্মসাত, নাগরিক কমিটির নেত্রী বহিষ্কার। প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি উখিয়ার ১৩ শিক্ষার্থী, প্রধান শিক্ষক আটক ভারুয়াখালী ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ নেতাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার পাঁয়তারা কক্সবাজার সমুদ্রে যৌথ অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ সাত রোহিঙ্গা আটক পূর্বাচল প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা ও পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ট্রাম্পের শুল্ক থেকে তিন মাস রেহাই পাবে বাংলাদেশসহ অনেকে, চীনের কাঁধে আরো বোঝা খুটাখালীতে অপহৃত যুবকের মোটরসাইকেল উদ্ধার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে হিজড়া গোষ্ঠীর উৎপাত, ট্যুরিস্ট পুলিশের বিরুদ্ধে স্লোগান বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

পোকখালীতে রুবেলের উপর হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে মানববন্ধন

শেফাইল উদ্দিন
  • আপডেট টাইম : শনিবার, ৬ মে, ২০২৩
  • ৩৬২ বার পঠিত

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালীতে আজিজুল হক রুবেলকে হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ মে) বিকাল ৩টায় স্থানীয় মুসলিম বাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী।
প্রতিবাদ সমাবেশে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, হাবিবুর রহমান হাবিব,শাহাব উদ্দিন,সালা উদ্দিন কাদের, মোসলেহ উদ্দিন, ইসমাইল,কুতুব উদ্দিন, শাহজাহান, আজিজুল হক রুবেল। প্রতিবাদ সমাবেশে ও মানব বন্ধনে উপস্থিত ছিলেন, মমতাজুল হক,আবদু শুক্কুর,আবদু জব্বার, শফিউল আলম তাজ, রফিকুল ইসলাম,মোঃ শফিউল মোস্তফা,মোর্শদুর রহমান বিপ্লব সহ এলাকার হাজারো নারী ,পুরুষ , শিক্ষার্থী উপস্থিত ছিলেন। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ঈদগাঁও উপজেলার সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী , সেবা মূলক কাজের অন্যতম উদ্যোক্তা, স্থানীয় আজিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আজিজুল হক রুবেলকে উপর হত্যার উদ্দেশ্যে বর্বোরুচিত ও নেক্কারজনক হামলার যে ঘটনা ঘটিয়েছে তা অত্যন্ত অমানবিক ও হৃদয়বিদারক। এ ঘটনা যারা সংঘটিত করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যতায় এলাকার সর্বস্তরের জনতা এ অপরাধীদের শায়েস্তা করতে বাধ্য হবে ।এ ব্যাপারে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেন। সমাবেশে শেষে সংবাদ সম্মেলনের আয়োজন করেন আজিজুল হক রুবেল। সংবাদ সম্মেলনে আজিজুল হক রুবেল বলেন, ঘটনাটিকে মহলবিশেষ পারিবারিক ঘটনার রূপ দেয়ার চক্রান্ত চালাচ্ছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আমাকে হত্যা করার উদ্দেশ্যে কুচক্রী মহল এ ঘটনাটি ঘটিয়েছে। ভাগ্যক্রমে আমি বেঁচে গেছি । মূল হামলাকারীরা মামলাবাজির সাথে জড়িত। তাদের সাথে ষড়যন্ত্রকারীরা মিলে এলাকায় নানা অপকর্ম করে যাচ্ছে। প্রতিবাদকারীদের তারা মামলায় ফাঁসিয়ে দেবে মর্মে হুমকি ধমকি কি দিচ্ছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান ভুক্তভোগী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs