প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজারের পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শাহনেওয়াজ চৌধুরী বিটু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১৯এপ্রিল) রাত ১১ টায় নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ফতেহ আলী মাতবর বাড়ির মরহুম ফয়জুল হক চৌধুরীর প্রথম পুত্র। মৃত্যুকালে স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার বিকেল ৩টায় গোঁয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাটে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। রাজনৈতিক ব্যাক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণির পেশাজীবি মানুষ জানাজায় অংশ নেয়। জানাজা শেষে ফতেহ আলী মাতবর বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয় ।
ওনার মৃত্যুতে কক্সবাজার জেলা আ’লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, কক্সবাজারের পৌর মেয়র ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, চকরিয়া -পেকুয়ার সাংসদ জাফর আলম, মহেশখালী -কুতুবদিয়ার সাংসদ আশেক উল্লাহ রফিক, চকরিয়া-পেকুয়ার সাবেক সাংসদ আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াছ, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ সিআইপি, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রেজাউল করিম, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এড কামাল হোসেন, জেলা আওয়ামীলীগের সদস্য এস এম গিয়াস উদ্দিন, আওয়ামীলীগ নেতা এড ফখরুল ইসলাম গুন্দু, মহসিন বাবুল, আশরাফুল ইসলাম সজিব, পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি এম জাহাঙ্গীর আলম, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুদ্দিন খালেদ, সাধারণ সম্পাদক আবুল কাশেম, চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকসুদুল হক সুট্ট, পেকুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম আজিজুল হক, দৈনিক চকোরীর সম্পাদক গিয়াস উদ্দিন, জেলা পরিষদের সদস্য এইচ এম শওকত, বরইতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এটি এম জিয়া উদ্দিন চৌধুরী জিয়া, টইটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী, মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুচ চৌধুরী, রাজাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুল, উজানটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল করিম, কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন, কোণাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল হক সিকদার, প্রবীণ আওয়ামিলীগ নেতা নুরুল আজিম চৌধুরী, সাংবাদিক জহিরুল ইসলাম, পেকুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ এম এমরান আহমেদ, সাধারণ সম্পাদক এম দিদারুল করিম, পেকুয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এম আজম খাঁন, সাধারণ সম্পাদক এস এস শাহাদাত হোসেন, পেকুয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বারেক, ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মোঃ আজম, তরুণ আওয়ামীলীগ নেতা এড রাশেদুল কবির, উপজেলা ছাত্রলীগের সভাপতি এম কপিল উদ্দিন বাহাদুরসহ জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরাসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, পেশাজীবি সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।
পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন, শাহনেওয়াজ চৌধুরী আওয়ামী পরিবারের নিবেদিত প্রাণ। আমরা হারিয়েছি একজন অভিভাবক ও সংগঠককে। তিনি আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন। তিনি কয়েক বছর ধরে দুরারোগ্যে আক্রান্ত ছিলেন। আমরা ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। এদিকে প্রয়াত নেতার মৃত্যুতে পেকুয়া উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।