স্টাফ রিপোর্টার,কক্সবাজারঃ
কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের রুপালী বাজার পাড়ায় দিনদুপুরে প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার পৃথক অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উপ-পরিদর্শক (এসআই) পল্লব ঘোষ এর নেতৃত্ব পুলিশের একটি টিম পেকুয়া সদর ইউনিয়নের মিঠাবেপারী পাড়ায় দুপুরে অভিযান চালিয়ে ওই এলাকার মো.ফরিদের পুত্র আব্দু শুক্কুর (৩৫) ও রাজাখালী ইউনিয়নের টেকঘোনা পাড়ার ছৈয়দ মিয়ার পুত্র মো.আজম ওরফে আলমগীরকে (৩০) রাত ১০টার দিকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে। সিসি টিভির ফুটেজ দেখে সনাক্ত করে তাদের গ্রেপ্তার করেছে।
উল্লেখ্য- গত ২৪ মার্চ সকালে ১১ একর লবণমাঠ দখলকে কেন্দ্র করে পুর্ব উজানটিয়া রুপালী বাজার পাড়ায় নিরস্ত্র নারী পুরুষের ওপর এলোপাতাড়ি চালানো হয়। এতে অস্ত্রধারীর ছোঁড়া গুলিতে অন্তত ১৬জন গুলিবিদ্ধ হয়। মালেক পাড়ার মোহাম্মদ আবু ও ফরহাদ ইকবালের নেতৃত্বে ওইদিন ২০-২৫ জনের অস্ত্রধারী প্রতিপক্ষের লোকজনের ওপর এলোপাতাড়ি গুলি চালায়। গুলি চালানোর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। স্থানীয়দের দাবি অস্ত্রধারী সন্ত্রাসীরা সেদিন অন্তত ১৫ রাউন্ড গুলি ছোঁড়েছে। ‘টক অব দ্যা পেকুয়া’ আলোচিত ওই ঘটনায় ঘটনার দিন রাতে নুরুন্নবীর পুত্র ইসমাঈল বাদী হয়ে ১৪ জনকে নামোল্লেখ ও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা করেন। গত ২৫ মার্চ যৌথ বাহিনীর অভিযানে মামলার ৪ নম্বর আসামি মালেক পাড়ার সাইফুল ইসলামের বাড়ি থেকে অস্ত্র তৈরির বিপুল পরিমান সরঞ্জাম উদ্ধার করা হয়। সাইফুলের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে পৃথক মামলা করেন।