রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গর্জনিয়া বিশাল তাফসীরুল কুরআন মাহফিলে মুফতি আমির হামজা মহেশখালীতে পাহাড় কেটে নির্মাণ হচ্ছে বহুতল ভবন রামু সমিতির সাধারণ সভা ও পরিবারিক মিলনমেলা অনুষ্টিত আলহামদুলিল্লাহ আমার পেটে কোন ক্ষিধা নেই, আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছে: সভাপতি জাহেদুল চকরিয়ায় ট্রেনের ধাক্কায় নিখোঁজ গরু ব্যবসায়ীর লাশ ১৮ঘন্টা পর নদী থেকে উদ্ধার চকরিয়ায় সাংবাদিক শাহ আলমের উপর হামলা ও রাইচমিল লুটের ঘটনায় দুই মামলা আসামি হলেই গ্রেপ্তার নয়, মানতে হবে নতুন নির্দেশনা কক্সবাজারের সংকট-সম্ভাবনার কথা বলতে “আওয়াজ”র আত্মপ্রকাশ জুলাই ফাউন্ডেশনের অর্থ আত্মসাত, নাগরিক কমিটির নেত্রী বহিষ্কার। প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি উখিয়ার ১৩ শিক্ষার্থী, প্রধান শিক্ষক আটক

পেকুয়ায় লবণ মাঠ দখল নিতে গুলি ছোঁড়া ২অস্ত্রধারী আসামী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার,কক্সবাজার
  • আপডেট টাইম : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৩৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার,কক্সবাজারঃ

কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের রুপালী বাজার পাড়ায় দিনদুপুরে প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার পৃথক অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উপ-পরিদর্শক (এসআই) পল্লব ঘোষ এর নেতৃত্ব পুলিশের একটি টিম পেকুয়া সদর ইউনিয়নের মিঠাবেপারী পাড়ায় দুপুরে অভিযান চালিয়ে ওই এলাকার মো.ফরিদের পুত্র আব্দু শুক্কুর (৩৫) ও রাজাখালী ইউনিয়নের টেকঘোনা পাড়ার ছৈয়দ মিয়ার পুত্র মো.আজম ওরফে আলমগীরকে (৩০) রাত ১০টার দিকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে। সিসি টিভির ফুটেজ দেখে সনাক্ত করে তাদের গ্রেপ্তার করেছে।
উল্লেখ্য- গত ২৪ মার্চ সকালে ১১ একর লবণমাঠ দখলকে কেন্দ্র করে পুর্ব উজানটিয়া রুপালী বাজার পাড়ায় নিরস্ত্র নারী পুরুষের ওপর এলোপাতাড়ি চালানো হয়। এতে অস্ত্রধারীর ছোঁড়া গুলিতে অন্তত ১৬জন গুলিবিদ্ধ হয়। মালেক পাড়ার মোহাম্মদ আবু ও ফরহাদ ইকবালের নেতৃত্বে ওইদিন ২০-২৫ জনের অস্ত্রধারী প্রতিপক্ষের লোকজনের ওপর এলোপাতাড়ি গুলি চালায়। গুলি চালানোর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। স্থানীয়দের দাবি অস্ত্রধারী সন্ত্রাসীরা সেদিন অন্তত ১৫ রাউন্ড গুলি ছোঁড়েছে। ‘টক অব দ্যা পেকুয়া’ আলোচিত ওই ঘটনায় ঘটনার দিন রাতে নুরুন্নবীর পুত্র ইসমাঈল বাদী হয়ে ১৪ জনকে নামোল্লেখ ও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা করেন। গত ২৫ মার্চ যৌথ বাহিনীর অভিযানে মামলার ৪ নম্বর আসামি মালেক পাড়ার সাইফুল ইসলামের বাড়ি থেকে অস্ত্র তৈরির বিপুল পরিমান সরঞ্জাম উদ্ধার করা হয়। সাইফুলের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে পৃথক মামলা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs