কক্সবাজারের পেকুয়ায় বাড়ি নির্মাণকে কেন্দ্র করে কহিনুর আক্তার(৪০) নামের এক নারীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
নিহত কহিনুর আক্তার একই এলাকার মালয়েশিয়া প্রবাসী আমির হোছাইনের স্ত্রী ও চার সন্তানের জননী বলে জানা যায়।
আজ বৃহস্পতিবার (২৫ মে) দুপুর ২ টার দিকে পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের মাতব্বর পাড়া গ্রামে এঘটনা ঘটে।
স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য।
নিহত কহিনুর আক্তারের বড় মেয়ে রোকেয়া বেগম বলেন; আমার চাচা আলী আহমদ(৩০)সহ কয়েকজনে মিলে আমার মাকে হাতুড়ি(মাত্তুল) দিয়ে পিটিয়ে হত্যা করেছে। আমরা এর সঠিক বিচার চাই।