শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারের সংকট-সম্ভাবনার কথা বলতে “আওয়াজ”র আত্মপ্রকাশ জুলাই ফাউন্ডেশনের অর্থ আত্মসাত, নাগরিক কমিটির নেত্রী বহিষ্কার। প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি উখিয়ার ১৩ শিক্ষার্থী, প্রধান শিক্ষক আটক ভারুয়াখালী ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ নেতাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার পাঁয়তারা কক্সবাজার সমুদ্রে যৌথ অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ সাত রোহিঙ্গা আটক পূর্বাচল প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা ও পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ট্রাম্পের শুল্ক থেকে তিন মাস রেহাই পাবে বাংলাদেশসহ অনেকে, চীনের কাঁধে আরো বোঝা খুটাখালীতে অপহৃত যুবকের মোটরসাইকেল উদ্ধার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে হিজড়া গোষ্ঠীর উৎপাত, ট্যুরিস্ট পুলিশের বিরুদ্ধে স্লোগান বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

পি.এম.খালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) পদে নিযুক্ত হন মোঃ মাহাবুব উল্লাহ

রিয়াজ উদ্দিন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ২৭৪৮ বার পঠিত

রিয়াজ উদ্দিন, কক্সবাজার:
পি.এম.খালী উচ্চ বিদ্যালয় কক্সবাজার সদর উপজেলার পি.এম.খালী ইউনিয়নের ঐতিহ্যবাহী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, যেটি পি.এম.খালী ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান মরহুম নুরুল আজিম খাঁন এর হাতে গড়া শিক্ষা প্রতিষ্ঠান। তারঁই হাত ধরে ১৯৮৭ সালে পি.এম.খালীর ৪নং ওয়ার্ড পরানিয়া পাড়া এই প্রতিষ্ঠানটি স্থাপন করে। গত কয়েকমাস ধরে এই প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ও সদস্যরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপচারিতার মাধ্যমে একটি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকার্য্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন সহ সকল কার্য্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে স্কুল ম্যানেজিং কমিটি অত্র প্রতিষ্ঠানের দীর্ঘ ২৩ বছরের অভিজ্ঞ সহকারি প্রধান শিক্ষক পদে দায়িত্বরত মোঃ মাহাবুব উল্লাহ স্যারকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদে দায়িত্বভার প্রদান করে।

 

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি এডঃ ছৈয়দ মোহাম্মদ রেজাউর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বিষয়টি নিশ্চিত করেন। এই প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের পদ শূন্যতার কারণ জানতে চাইলে তিনি বলেন, পূর্বে যিনি এই প্রতিষ্ঠানে আড়াই যুগেরও বেশি সময় ধরে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন সরকার ঘোষিত সাময়িক বরখাস্তের কারণে এই প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম সচল রাখতে এই প্রতিষ্ঠানের সহকারি প্রধান শিক্ষক মোঃ মাহাবুব উল্লাহ’ কে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদে নিযুক্ত করা হয়। এই সিদ্ধান্ত মাধ্যমিক শিক্ষাবোর্ড ও জেলা শিক্ষা অফিসারসহ ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দের সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

 

নবনিযুক্ত প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মোঃ মাহাবুব উল্লাহ জানান, মরহুম নুরুল আজিম খাঁন চেয়ারম্যানের হাতে গড়া শিক্ষা প্রতিষ্ঠান পি.এম.খালী উচ্চ বিদ্যালয়।আমি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ মরহুমকে জান্নাতবাসী করুক। বিগত ১৯৯৩ সালে সহকারি শিক্ষক পদে নিযুক্ত হয়েছিলাম। গত ২০০০ সালে আমি অত্র প্রতিষ্ঠানের সহকারি প্রধান শিক্ষক পদে পদোন্নতি লাভ করি। যেহেতু আমি পি.এম.খালী ইউনিয়নের ছনখোলার সন্তান, আমার উপর পি.এম.খালীবাসীর যে হক ও অধিকার রয়েছে তা আমি সততা ও নিষ্ঠার সাথে আদায়ের চেষ্ঠা করেছি। আমি যতদিন বেঁচে থাকব, পি.এম.খালীর মধ্যে শিক্ষা আলো ছড়িয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব,ইনশাআল্লাহ। বিগত ০৫ অক্টোবর, ২০২৩ ইং বৃহস্পতিবার আমাকে যে প্রধান শিক্ষক পদে দায়িত্ব প্রধান করেছে, তা আমি সততা ও নিষ্ঠার সাথে পালন করে যাব। আমি এই শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি এডঃ সৈয়দ মোহাম্মদ রেজাউর রহমান সহ ম্যানেজিং কমিটির সকল সদস্য, আমার সহকর্মীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, জেলা শিক্ষা অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসার সহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs