রিয়াজ উদ্দিন, কক্সবাজার:
কক্সবাজার সদরের পি.এম.খালী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ আবদুল্লাহ’র পিতা গত ১৭ সেপ্টেম্বর(শুক্রবার) নিজ বাস ভবনে ইন্তেকাল করে। মরহুমের ইছালে সওয়াবের প্রার্থনায় মরহুমের সন্তান মোঃ আবদুল্লাহ সহ তারঁ পরিবার পরিজন এক বিশাল গণভোজের আয়োজন করে।
শুক্রবার (৬ অক্টোবর) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই আয়োজন অব্যাহত থাকে। এতে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সাবেক মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান শাহীনুল হক মাশার্ল, কক্সবাজার জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হামিদা তাহেরসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, এমইউপি সদস্য, পিএমখালী এলাকার জনগণ ও বিভিন্ন ইউনিট থেকে আগত অসংখ্য মেহমান।
গণভোজের পূর্বে পিতার আত্মার মাগফিরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে গণভোজের আয়োজন শুরু করে। গণভোজে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা স্টলে খাবারের ব্যবস্থা করে।
এছাড়া পি এম খালী ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ছাগল, চালসহ খাবারের আনুষঙ্গিক উপকরণ পৃথক পৃথক পাড়া অনুযায়ী বিতরণ করে।