রিয়াজ উদ্দিন, কক্সবাজার:
কক্সবাজার সদর উপজেলার আওতাধীন পি.এম.খালী ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান মাস্টার আব্দুর রহিম আর নেই।
সোমবার (৯ অক্টোবর) রাত ১১টা ৪৫ মিনিটের সময় কক্সবাজার ইউনিয়ন হাসপাতালে মৃত্যুবরণ করেন।
মঙ্গলবার (১০ অক্টোবর) মরহুমের ভাগিনা কেফায়েত উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, আমার মামা বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে শয্যাশায়ী ছিলেন। হঠাৎ খারাপ লাগায় মামাকে হাসাপাতালে নিয়ে যায়। কিন্তু তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে কক্সবাজার ইউনিয়ন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পি.এম.খালী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ জানান, মাস্টার আব্দুর রহিম চেয়ারম্যান পি.এম.খালীর একজন অমায়িক ব্যক্তি ছিলেন। তিনি দীর্ঘদিন পি.এম.খালীর মানুষকে যথাযোগ্য সেবা দিয়ে গেছেন। তিনি কেমন মানুষ ছিলেন তা সাধারণ জনগণ ভোটের মাধ্যমে স্পষ্ট করেন। তাহাঁর মত মানুষ পি.এম.খালীতে খোজে পাওয়া দুষ্কর ব্যাপার। আমি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাহাঁর পরিবারে প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
মঙ্গলবার(১০ অক্টোবর) আছরের নামাজের পর ঘাটকুলিয়া পাড়া বাকঁখালী নদীর তীরে ফুটবল খেলার মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।