কক্সবাজারের চকরিয়ায় পিকআপ গাড়ীসহ ২০ হাজার পিস ইয়াবা নিয়ে খুনিয়া পালং এর মাদক ব্যবসায়ী জসিম উদ্দিন (২৯) কে গ্রেফতার করেছেন,র্যাব-১৫।
গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চকরিয়ার ডুলাহাজারা বাজারস্হ হাই স্কুল গেটের সামনে থেকে গ্রেফতার করা হয়।পরেদিন বৃহস্পতিবার তাকে থানা হস্তান্তর করলে,একইদিন সন্ধ্যায় আসামীকে আদালতে সোপর্দ্দ করেন থানা পুলিশ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী জসিম উদ্দিন (২৯),রামু উপজেলার খুনিয়া পালং ইউপির ৭নং ওয়ার্ডের পূর্ব গোয়ালিয়া পালং এলাকার নজু মিয়া ছেলে।
র্যাব-১৫ এর ব্রিফিং এ জানা যায়,কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার থেকে তিন টনা পিকআপ গাড়ী যোগে ২০হাজার পিস মাদক নিয়ে চট্রগ্রাম দিকে যাচ্ছিল।খবর পেয়ে র্যাব-১৫ এর একটি আভিযানিক টিম ডুলাহাজারা হাইস্কুল গেটের সামনে অস্হায়ী চেকপোস্ট স্হাপনের মাধ্যমে গাড়ীটি গতিরোধ করেন।পরে তল্লাশীর একপর্যায়ে বর্ণিত নীল থ্রি টন পিকআপ গাড়ীটি (যাহার রেজি নং- চট্ট-মেট্রো-ন-১১-৯০১৬) চালকের সিটের নিচে অভিনব কায়দায় রাখা ২০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।এসময় জসিমকে উপস্হিত সকলের সামনে গ্রেফতার সহ গাড়ীটি জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজুর জন্য চকরিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
চকরিয়া থানার অপারেশন অফিসার রাজিব চন্দ্র সরকার বলেন,ইয়াবা নিয়ে গ্রেফতার জসিমকে র্যাব-১৫ থানায় হস্তান্তর করা হলে,বৃহস্পতিবার সন্ধ্যায় আদালতে আসামীকে সোপর্দ্দ করা হয়েছে।