আব্দুর রশিদ, নাইক্ষ্যংছড়ি,বান্দরবান:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা আইন-শৃংখলা কমিটির অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর ) উক্ত সভা উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী সভাপতিত্বে উপজেলার সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু জাফর মোঃ ছলিম,কৃষি কর্মকর্তা এনামুল হক, উপজেলা প্রকৌশলী নজরুল ইসলাম, এনএসআই সহকারী পরিচালক মোঃ হোসাইন থানার ওসি তদন্ত আমজাদ হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আকতার উদ্দিন বাইশারী ইউনিয়ন মোঃ আলম কোম্পানি,দোছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইমরাম, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের উপদেষ্টা মাঈনুদ্দিন খালেদ, দৌছড়ি ইউপি সদস্য জায়তুন নাহারসহ আইন শূংখলা সভায় উপজেলার প্রশাসানের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গোয়ান্দা সংস্থার কর্মকর্তারা উপস্হিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন
অপরাধ দমনে সবসময় সতর্ক থাকতে হবে। নাইক্ষ্যংছড়ি থেকে সব ধরনের অপরাধ নির্মূল করতে হবে। এছাড়াও নাইক্ষ্যংছড়ি উপজেলা বিভিন্ন বিষয়ে ব্যাপক আলোচনা হয় এবং আইন শৃংখলা কমিটির সভায় নাইক্ষ্যংছড়ি সদরের যানজট নিরসনসহ উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।