আবদুর রশিদ নাইক্ষ্যংছড়ি বান্দরবান:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা টার সময় বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রধান শিক্ষক হাছান আলী।
পবিত্র কুরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নাইক্ষ্যংছড়ি উপজেলার নায়বে আমীর ইলিয়াস সওদাগর, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের আহবায়ক আবদুল হামিদ, দৈনিক ইত্তেফাক নাইক্ষ্যংছড়ি সংবাদদাতা আবদুর রশিদ, বাইশারী ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল করিম বান্ডু,বাংলাদেশ জামায়াতে ইসলামী বাইশারী ইউনিয়ন শাখার আমির মোঃ ছলিম উল্লাহ, বাইশারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম, বাইশারী বাজার পরিচালনা কমিটির সেক্রেটারি জাহিদ হোসেন রুবেল, চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী খালেদ বশরী,ইউপি সদস্য নুরুল কবির, সাবেক মহিলা মেম্বার সাবেকুন্নাহার, বাইশারী বাজার পরিচালনা কমিটির যুগ্ম সম্পাদক আলী মোহাম্মদ মিনহাজ,শিক্ষক আবু নছর প্রমুখ।
সহকারী শিক্ষক নুরুল আমিনের পরিচালনায় বিদায় অনুষ্ঠানে বিদায় ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন তারজিনা বেগম,আয়সা খানম,মাচাই নু চাক,পরিক্ষার্থীদের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী খালেদ বসরী।