আবদুর রশিদ নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)সংবাদদাতা:
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে তরুণদের অংশগ্রহণ ও সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
(২৬ জানুয়ারি রোববার) সকাল সাড়ে ১০টায়
উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরীর নির্দেশনায় উপজেলা প্রকৌশলী নজরুল ইসলামের তত্ত্বাবধানে ও তরুণদের সহযোগিতায় এ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানের অংশ হিসাবে উপজেলা পরিষদের সম্মুখ থেকে উপজেলার বিভিন্ন অলি গলিতে দীর্ঘ দিনের জমাকৃত ময়লা আবর্জনার স্তুপ ও পুকুরের পানিতে ভাসমান কচুরিপানা পরিস্কার পরিচ্ছন্ন করা হয়।
এ সময় র্যালীতে অংশ গ্রহণ করেন উপজেলা প্রকৌশলী নজরুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী রুবেল আহমেদ, হিসাব সহকারী জালাল উদ্দিন নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন,নাইক্ষ্যংছড়ি ফায়ার সার্ভিসের প্রতিনিধি, মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মী, তরুণ সমাজ ও পরিচ্ছন্নতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকৌশলী নজরুল ইসলাম বলেন পলিথিন ও প্লাষ্টিকের ব্যবহার পরিহার করে আমরা আমাদের পরিবেশকে সুরক্ষিত করতে চাই। শিক্ষার্থী, তরুণ, যুব সমাজসহ সকলকে সুচিন্তা এবং স্বাস্থ্যবিধি অনুসরণে উদ্বুদ্ধ করার পাশাপাশি সকলের সম্মিলিত সহযোগিতায় এই নাইক্ষ্যংছড়ি উপজেলা গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।