শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারের সংকট-সম্ভাবনার কথা বলতে “আওয়াজ”র আত্মপ্রকাশ জুলাই ফাউন্ডেশনের অর্থ আত্মসাত, নাগরিক কমিটির নেত্রী বহিষ্কার। প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি উখিয়ার ১৩ শিক্ষার্থী, প্রধান শিক্ষক আটক ভারুয়াখালী ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ নেতাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার পাঁয়তারা কক্সবাজার সমুদ্রে যৌথ অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ সাত রোহিঙ্গা আটক পূর্বাচল প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা ও পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ট্রাম্পের শুল্ক থেকে তিন মাস রেহাই পাবে বাংলাদেশসহ অনেকে, চীনের কাঁধে আরো বোঝা খুটাখালীতে অপহৃত যুবকের মোটরসাইকেল উদ্ধার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে হিজড়া গোষ্ঠীর উৎপাত, ট্যুরিস্ট পুলিশের বিরুদ্ধে স্লোগান বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ধর্মান্তরিত হয়েও পৈত্রিক সম্পদ দখলের অভিযোগঃমানছেন না আইনী নিষেধাজ্ঞা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ৩০৫ বার পঠিত

চকরিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পূর্ব মাইজপাড়ার বাসিন্দা রজনী মোহন দে (পেটান চন্দ্র দে) এর ছেলে রনরঞ্জন দে ১৯৯৫ সালে ধর্মান্তরিত হয়ে নাম রাখেন আব্দুর রহিম।তবে ২০১৯ সালের পিতার মৃত্যু হয়। মৃত্যুর ২/৩বছর পরে পৈত্রিক সূত্রে সম্পদের মালিক দাবি করে ইচ্ছেমত ডুলাহাজারা মৌজার সৃজিত বিএস ২১৩৬/১৪৭১নং খতিয়ান থেকে স্বকৌশলে ০.৪০৪০একর জমি জোরপূর্বক ভাড়াটিয়া লোক নিয়ে দখল করেন।পরে তা আব্দুর রহিম পিতা-রজনী মোহন দে(পেঠান চন্দ্র দে) দিয়ে গোপনে নিজের নামে ৩২২৮ সৃজিত খতিয়ান করেছেন।

পরে এসব বিষয়ে জানতে পেরে একই পিতার ছেলে পুরুরঞ্জন দে গং বাদী হয়ে সৃজিত ৩২২৮ খতিয়ান বাতিলের জন্য উপজেলার সহকারী কমিশনার বরাবরে আপত্তি বা মামলা দায়ের করেন,যার নং-১৫৩৭/২৩ইং।

এবিষয়ে পুরুরঞ্জন দে জানান,আমার পিতার মৃত্যুর আগেই রনরঞ্জন দে ধর্মান্তরিত হয়ে মুসলিম ধর্মানুসারী হয়।পরে সেই ধর্মের এক মেয়ে বিয়ে করে দিনাতিপাত করছেন।পরে আমাদের পিতা মৃত্যুর বরণের ২/৩বছর পরে একই ইউপির ৫নং ওয়ার্ডের বাসিন্দা আবুল কালামের ছেলে সরকার দলীয় নেতা নেজাম,৭নং ওয়ার্ডের বাসিন্দা নজির আহমদের ছেলে সরকার দলীয় নেতা রাসেল ও একই ওয়ার্ডের কবির আহমেদের ছেলে রেজাউল কে ভাড়াটিয়া মাস্তান ব্যবহার করে পৈত্রিক সূত্রে ওয়ারিশ দাবিতে ইচ্ছে মত জমি দখল করেন।পরে আমি ও আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সৃজিত খতিয়ান বাতিলের মামলা দায়ের করি।মামলায় দু’পক্ষকে নিস্পত্তি না হওয়া পর্যন্ত শান্তি শৃঙ্খলা বজায় রাখার তাগাদ দেন।কিন্তু সে তার ভাড়াটিয়া স্বশস্ত্র বাহিনী দিয়ে আমাদেরকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এমতাবস্থায় সে ভাড়াটিয়া রেজাউলকে সামান্য কিছু সম্পদ বিক্রি করে পাশে রাখে।বাকী নেজাম আর রাসেলকে উপজেলার সাব-রেজিস্টার অফিস কর্তৃক গত ১৮সেপ্টেম্বর অপ্রত্যাহার যোগ্য পাওয়া অব অ্যার্টনি-পণঃমূল্য বিহীন মালিক বানিয়ে দখলকৃত জমিতে ঘেরাভেড়া ও মাটি ভরাট কাজ চালাচ্ছে।

তাই আমি বিভিন্ন আইনজীবী থেকে ধর্মান্তরিত হলে পৈত্রিক সম্পদের মালিক হয় কিনা আইনী মতামত এনেছি।যা বিচারিক আদালতে উপস্থাপন করি।মতামতে ধর্মান্তরিত ব্যক্তি দেশের প্রচলিত আইন মতে পৈত্রিক সম্পদের অংশিদার নহে বলে উল্লেখ রয়েছেন।এছাড়াও রহিমের ভাড়াটিয়া মাস্তানের হুমকিতে আমাদের পরিবারের লোকজন আতংকে দিনযাপন করছি।বিধায় আমাদের জীবন নিরাপত্তা জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।

এবিষয়ে রনরঞ্জন দে বর্তমানে ধর্মান্তরিত আব্দুর রহিম বলেন,আমার পিতার পৈত্রিক সম্পদের অংশিদার হিসাবে আমি আমার পিতা,মাতা, ভাইদেরকে বলছিলাম,আমি ধর্মান্তরিত হয়েছি।তবে আমিও পৈত্রিক সম্পদের মালিক।আমাকে কিছু জমি দাও।না দেওয়াতে আমি সামান্য টুকু জমি দখল করেছি।এইটুকু নিজের নামে খতিয়ান করায়, তারা তা বাতিলের আপত্তি দেন।আমার কোন ভাড়াটিয়া মাস্তান নেই,সব সাজানো কথা বলে এড়িয়ে যান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs