রামু সংবাদদাতা :
আগামী দ্বাদশ সংসদ নির্বাচন ২০২৪ এর তফসিলকে স্বাগত জানিয়ে রামুতে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।
তফসিল ঘোষণার সাথে সাথেই বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রামু উপজেলা যুবলীগ বিশাল মিছিল নিয়ে উপজেলার প্রধান স্টেশন চৌমুহনী প্রদক্ষিন করে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।
রামু উপজেলা যুবলীগ সভাপতি পলক বড়ুয়া আপ্পু‘র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি নীতিশ বড়ুয়া, মো. সালাহউদ্দিন।
সভায় বক্তারা বলেন, জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেন আগামী ০৭ জানুয়ারি। জাতীয় সংসদ নির্বাচনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখতে বিএনপি জামায়াতের যেকোনো ধরনের অপতৎপরতা এবং সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রামুতে মাঠে থাকবে যুবলীগের নেতাকর্মীরা।
সভায় মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে আগামীতেও জননেত্রী শেখ হাসিনার স্নেহধন্য কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত করতে সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়।
স্বাগত মিছিল ও পথসভায় রামু উপজেলা যুবলীগের উপজেলা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ অংশ নেয়।