হায়দার নেজাম:
কক্সবাজার জেলা থেকে প্রকাশিত পাঠক প্রিয় দৈনিক রূপালী সৈকত পত্রিকায় সহ-সম্পাদক জামাল উদ্দীন ও আইন বিষয়ক সম্পাদক পদে এডভোকেট আবু মুছা মোহাম্মদ মনোনীত হয়েছেন।
সোমবার (২৭ নভেম্বর)সন্ধ্যায় দৈনিক রূপালী সৈকত পত্রিকার সম্পাদকীয় কার্যালয়ে সংক্ষিপ্ত অনুষ্ঠানে পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফজলুল কাদের চৌধুরীর উপস্থিতে ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সহ-সম্পাদক জামাল উদ্দীন ও আইন বিষয়ক সম্পাদক পদে এডভোকেট আবু মুছা মোহাম্মদ কে বরণ করে নেন। এ সময় দৈনিক রূপালী সৈকত পত্রিকা উপদেষ্টা সম্পাদক জাহাঙ্গীর আলম,ভারপ্রাপ্ত সম্পাদক আবুল হাশেম,নির্বাহী সম্পাদক মোহাম্মদ শেখ সেলিম ও মফস্বল সম্পাদক হায়দার নেজামসহ পত্রিকার সর্বস্তরের সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।তারা সবাই করতালি দিয়ে সহ-সম্পাদক জামাল উদ্দীন ও আইন বিষয়ক সম্পাদক পদে আবু মুছা মোহাম্মদকে ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সাদরে বরণ করে নেন।
দৈনিক রূপালী সৈকত পত্রিকার সম্পাদকীয় কার্যালয়ে সংক্ষিপ্ত অনুষ্ঠানের শেষে পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফজলুল কাদের চৌধুরী সহ-সম্পাদক জামাল উদ্দীন ও আইন বিষয়ক সম্পাদক পদে এডভোকেট আবু মুছা মোহাম্মদকে মনোনীত করে মনোনয়নপত্র তাদের হাতে হস্তান্তর করেন।
জামাল উদ্দীন পেশাগত জীবনে একজন জাতীয় ও আন্তজার্তিক পর্যায়ের উন্নয়নকর্মী হিসেেবে দীর্ঘ পনের বছর সুনামের সহিত কাজ করে যাচ্ছেন। এছাড়া তিনি একজন দক্ষ ক্রীড়া সংগঠক ও সমাজকর্মী।
আবু মুছা মোহাম্মদ পেশাগত জীবনে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে আইন পেশায় নিয়োজিত রয়েছেন। পাশাপাশি তিনি সামাজিক উন্নয়নমূলক কাজে বিশেষ অবদান রেখে যাচ্ছেন।