রিয়াজ উদ্দিন:
দীর্ঘমেয়াদী জয়েন্ট পেইন ও মেরুদন্ড পেইন রোগীসহ সাধারণ মানুষের ভরসা নিউরো এমিকাস হাসপাতাল কক্সবাজার। কক্সবাজার জেলায় খুব অল্প সময়ে ও স্বল্প মূল্যে দীর্ঘমেয়াদী জয়েন্ট পেইন , মেরুদন্ড পেইন সহ শরীরের বিভিন্ জয়েন্টের পেইনের চিকিৎসা সেবা প্রদানে দৃষ্টান্ত স্থাপন করেছে সাধারণ মানুষের মনে।
এই হাসপাতালটি খুরুশকুল কাউয়ার পাড়ার কৃতি সন্তান ও চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ও বিভাগীয় প্রধান প্রফেসর ডা: জাহাঙ্গীর আলম চৌধুরী।
কক্সবাজার জেলায় খুব কমই এই রোগের চিকিৎসা সেবার সুবিধা রয়েছে। তবে অতি অল্প সময়ে সুলভমূল্যে সাধারণ অসহায় ,গরিব মানুষদের এই হাসপাতালে সেবা দিয়ে যাচ্ছে।
এই হাসপাতালটি প্রফেসর ডা: জাহাঙ্গীর আলম চৌধুরীর নিজস্ব অর্থায়নে নিজের মাতৃভূমিতে নিজের জেলার মানুষ যাতে এই রোগের চিকিৎসা থেকে বঞ্চিত না হয় , সেই উদ্দেশ্যেই তাহার এই হাসপাতালের প্রতিষ্টা । জেলার বিভিন্ন উপজেলা থেকে এই হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহণের জন্য রোগী এসে থাকেন।
হাসপাতালটি প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে হাসপাতালের প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রফেসর ডা: জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, যে সব রোগীরা দীর্ঘমেয়াদী জয়েন্ট পেইন , মেরুদন্ড পেইন সহ শরীরের বিভিন্ জয়েন্টের পেইনে ভোগেন সেই সব রোগীকে সেবা দেওয়ার জন্য এই প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য।
এটি একটি স্পেশালাইজড, মডার্ন, উন্নত টেকনোলজি সমৃদ্ধ হাসপাতাল যেখানে পেইন ও প্যারালাইসিস রোগী দের সল্পমুল্যে চিকিৎসা দেয়া হয়। কক্সবাজার, কাউয়ার পাড়া, খুরুশখুল গ্রামে আপনাদের জন্য নিউরো এমিকাস হাসপাতাল এর পথ চলা আরম্ভ হল।
নিউরো এমিকাস হাসপাতালে ২০০-৩০০ টাকার নামমাত্র মূল্যে সেবা দিয়ে যাচ্ছেন চট্টগ্রামখ্যাত কক্সবাজারের সন্তান প্রফেসর ডা: জাহাঙ্গীর আলম চৌধুরী সহ ৫জন এমবিবিএস ডাক্তার।
নিউরো এমিকাস হাসপাতাল, খুরুশকুল, কক্সবাজারে রোগীর সিরিয়ালের জন্য যোগাযোগ করুন +০১৩২৫-৫৭০৩২৩