জিয়াউল হক জিয়া,কক্সবাজারঃ
কক্সবাজারের চকরিয়ায় ভোররাতে বাড়ির আঙ্গিনার ভিতরে তামাক চুল্লির কাঠে আগুন জ্বালানোর সময় দলস্যুট এক বনো-হাতির আক্রমণে জান্নাত আরা বেগম (৪০) নামের এক গৃহিণীর মৃত্যু হয়েছে।
শনিবার ভোররাত পৌন-তিনটার দিকে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উত্তর সুরাজপুর এলাকায় এ র্দুঘটনা ঘটে।
নিহত-জান্নাত আরা বেগম (৪০) ওই এলাকার ফজল করিমের স্ত্রী।
নিহত পরিবারের লোকেরা জানান,তামাক শোধনের উদ্দেশ্য গভীর রাতে বাড়ির কাছে তামাক চুল্লিতে লাকড়ি দিয়ে আগুন ধরাতে যায় জান্নাত আরা।এমতাবস্থায় উৎপেতে থাকা একটি বন্যহাতি এসে জান্নাত আরাকে শুঁড় দিয়ে আছড়িয়ে মারে।পরে রাগের ছুঁটে পা দিয়ে পিষ্ট করেছে জান্নাত আরাকে।ফলে ঘটনাস্থলে মারা যান।
কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. মেহরাজ উদ্দিন বলেন, বন্যহাতির আক্রমনে সুরাজপুর-মানিকপুরে এক নারীর মৃত্যুর বিষয়টি শোনেছি।পরে স্টাফ পাঠিয়ে প্রাথমিক সুরতাহাল রিপোট সংগ্রহ করি।সুতরাং এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবেবে।