এম.এ.কে.রানা,কক্সবাজার::
ঢাকায় ভাটারা এলাকার একটি বাসায় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিস্ফোরণে চারজন দগ্ধ হওয়ার পর তাদের মধ্যে ফুতু আক্তার (২০) নামে আরো একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এনিয়ে ২ জন মারা গেলেন।
১৩ জুন (বৃহস্পতিবার) বিকাল ৪টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। এর আগে গতকাল বুধবার রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ফুতু আক্তারের ভাগিনা আয়ান (৩) এর মৃত্যু হয়।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন পরিবার। তারা জানান, ফুতু আক্তারের শরীরের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল। ঘটনাটিতে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি আছেন ফুতু’র বাবা আব্দুল মান্নান (৫৫), বড় বোন রক্সি আক্তার (২৩)। তাদের অবস্থাও আশংকাজনক বলে জানান।
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী থেকে ফুতু আক্তারের বড় বোন রক্সি আক্তারের মস্তিষ্কে টিউমারের অস্ত্রোপচার করাতেই ঢাকায় যান তারা। সেখানে বাসা ভাড়া নিয়েছিলেন বসুন্ধরা আবাসিক এলাকায়। গত সোমবার (১০ জুন) সন্ধ্যায় ওই বাসায় এসি থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ফুতু আক্তারসহ পরিবারের ৪ জন দগ্ধ হয়।