শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারের সংকট-সম্ভাবনার কথা বলতে “আওয়াজ”র আত্মপ্রকাশ জুলাই ফাউন্ডেশনের অর্থ আত্মসাত, নাগরিক কমিটির নেত্রী বহিষ্কার। প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি উখিয়ার ১৩ শিক্ষার্থী, প্রধান শিক্ষক আটক ভারুয়াখালী ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ নেতাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার পাঁয়তারা কক্সবাজার সমুদ্রে যৌথ অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ সাত রোহিঙ্গা আটক পূর্বাচল প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা ও পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ট্রাম্পের শুল্ক থেকে তিন মাস রেহাই পাবে বাংলাদেশসহ অনেকে, চীনের কাঁধে আরো বোঝা খুটাখালীতে অপহৃত যুবকের মোটরসাইকেল উদ্ধার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে হিজড়া গোষ্ঠীর উৎপাত, ট্যুরিস্ট পুলিশের বিরুদ্ধে স্লোগান বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডুলাহাজারায় প্রায় ৫০ হাজার ঘনফুট জমাট বালুর স্তুপ বিলিন করে দিল বনবিভাগ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ৮ মে, ২০২৩
  • ৩৪৫ বার পঠিত

কক্সবাজার উত্তর বনবিভাগের,চকরিয়াস্হ ফাঁসিয়াখালী রেঞ্জের,ডুলাহাজারা সংরক্ষিত বনভূমি থেকে অবৈধ বালু উত্তোলনের মাধ্যমে জমাট করে রেখেছিলেন বালুখেকোরা।স্তুপ করে রাখা বালুগুলো বিলিন বিক্রয় অযোগ্য করে দিল সংশ্লিষ্ট বনবিভাগ।

সোমবার (৮ মে) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত ডুলাহাজারা বনবিটের পাগলিরবিল এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়েছে।

অভিযানটি চকরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাহাত-উজ-জামান,সঙ্গে ছিলেন কক্সবাজার উত্তর বনবিভাগের সদর এসিএফ ডঃপ্রণোতুষ রায়,ফুলছড়ির এসিএফ শীতল পাল ও চকরিয়া থানার ওসি তদন্ত আব্দুল জব্বার সহ পুলিশ এবং ফাঁসিয়াখালী রেঞ্জাধিন ও ফুলছড়ি রেঞ্জাধিন সংশ্লিষ্ট বিটকর্মকর্তা সহ স্টাফগণ অংশ নেন।

অভিযানের বিষয়ে ডুলাহাজারা বনবিট কর্মকর্তা অবনি কুমার রায় জানান,গেল ২০২২ সনে ডুলাহাজারা স্হানীয় প্রভাবশালী বালু সিন্ডিকেটের,বালু খেকোরা বনভূমির উপর দিয়ে প্রবাহিত পাগলিরবিল ছড়া থেকে অবৈধভাবে বালু করে-করে বনাঞ্চলের মাটি কেটে ছড়ার পানিতে ফেলে,শ্যালু মেশিনের মাধ্যমে তারা বালু উত্তোলন করছিল।তাদের উত্তোলনকৃত বালু সরবরাহের জন্য বনভূমির বিভিন্ন স্হানে বালু জমাট করে রেখেছিল।যান বনবিভাগ উপজেলা প্রশাসনের সহযোগিতায় জব্দ করেছিল।এখন জব্দকৃত বালুগুলো রাতের আধারে বালুখেকোরা নিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠে।তাই ডিএফও মহোদয়ের নির্দেশে উপজেলা প্রশাসন,থানার পুলিশের সহযোগিতায় সদর এসিএফ,ফুলছড়ির এসিএফ মহোদয়ের সার্বিক সহযোগিতায় ফাঁসিয়াখালী,ফুলছড়ি রেঞ্জাধিন বিটকর্মকর্তা সহ স্টাফগণের সহযোগিতায় পাগলিরবিলের জমা রাখা প্রায় ৫০ হাজার ঘনফুট বালুর স্তুপ বিলিনের মাধ্যমে বিক্রয় অযোগ্য করে দেওয়া হয়েছে।ভবিষ্যৎকে আর কেউ অবৈধভাবে বালু উত্তোলন কিংবা জমানোর চেষ্টা করলে,তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্হা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs