উখিয়া প্রতিনিধি:
বেসরকারি সেচ্ছাসেবী সংগঠন ডিভেলপমেন্ট পর পিপলস কমিউনিটি (ডিপিকো)’র উখিয়াস্থ কার্যালয় পরিদর্শন করেছেন কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি এবং কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক রূপালী সৈকত এর সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী।
তিনি সংগঠনের কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নেন। সংগঠনের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে আগামীতে সরকারের বিদ্যমান আইনে প্রণীত এর সুফল এই অঞ্চলের সাধারণ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সচেতনতামূলক কার্যক্রম হাতে নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি নারী নির্যাতন প্রতিরোধে সংস্থার নিজস্ব অর্থায়নে এই অঞ্চলের অসহায় নির্যাতিত, বিধবা, স্বামী পরিত্যক্তা নারীদের আইনগত সহায়তা প্রদানের জন্য প্রকল্প হাতে নেওয়ার আহবান জানান।
সংগঠনের সভাপতি ও প্রধান কর্মী মুহাম্মদ আনিসুল ইসলাম আগামীতে এই সংগঠনের মাধ্যমে যেকোনো কল্যাণমূলক কাজে সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করে সংগঠনটি একদিন এগিয়ে যাবে এমনটা আশা পোষণ করেন। এ সময় কোস্ট ফাউন্ডেশন এর সহকারী পরিচালক ও দৈনিক রূপালী সৈকতের উপদেষ্টা সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম। জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট আবু মুসা এবং সংগঠনের আজীবন সদস্য উখিয়া মুহুরীপাড়া মহিলা সমবায় সমিতি লিঃ এর সভাপতি শামীমা আক্তার উপস্থিত ছিলেন।