
সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার শহরের টেকপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী মনোয়ার হোসেন সওদাগর আর নেই। শুক্রবার ০৭ ফেব্রুয়ারী দিবাগত রাত ২ টা ১০ মিনিটের সময় তিনি নিজ বাস ভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি……রাজিউন)। তিনি মরহুম শফি সওদাগরের কনিষ্ট পুত্র। মৃত্যুকালে তিনি ১ সন্তান, স্ত্রী, আত্মীয়স্বজন, অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্খী রেখে যান।
শুক্রবার জুমার নামাজের পর টেকপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানা শেষে কক্সবাজার কেন্দ্রীয় কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বৃহত্তর টেকপাড়া জনকল্যাণ সমাজ কমিটির সকল সদস্যবৃন্দ। এক বিবৃতিতে সমাজ কমিটি নেতৃবৃন্দ বলেন, মরহুম মনোয়ার হোসেন সওদাগর একজন সৎ ব্যবসায়ী ছিলেন। তিনি টেকপাড়া সমাজের প্রবীন সদস্য। তার শূন্যতা আমাদের সবসময় ভোগাবে। আমরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
এ জাতীয় আরো খবর..