নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার জেলার সিমান্ত উপজেলা টেকনাফ উপজেলার পশ্চিম প্রান্তে সমুদ্রের ঘেঁষা মেরীনড্রাইভ সড়কে প্রবেশ মুখে টেকনাফ মডেল থানার সাবেক আলোচিত অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ এর নামে লেখা সম্মিলিত পাকা সাইনবোর্ডটি এখনও বিদ্ধমান।
দেশী-বিদেশী পর্যটকদের ও গন মানুষের দৃষ্টির প্রদর্শন রত স্হায়ী ভাবে নির্মিত ঐ পাকা সাইনবোর্ডটির থেকে সাবেক অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ এর নামকরণকৃত পরিচিতি লেখা মুছে ফেলার জন্য বর্তমান দায়িত্বশীল সরকারের স্হানীয় প্রশাসনিক কর্তৃপক্ষের এবং বৈষম্যমূলক ক্ষমতার শাসনের বিরুদ্ধে অবস্থানরত ছাত্রজনতার ও রাজনৈতিক দলের দায়িত্বশীলদের কাছে জোর দাবী টেকনাফবাসীর।