নুরুল হোসাইন, টেকনাফ:
টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার এলাকায় মাদক কারবারির গুলিতে আব্দুর রহমান নামে এক যুবক নিহত হয়েছে।
নিহত আব্দুর রহমান হোয়াইক্যং নয়াবাজার এলাকার আব্দুস সালামের ছেলে।
গত রবিবার ১৭ নভেম্বর রাত ১০ ঘটিকার সময় নয়াবাজার এলাকায় এই ঘটনা ঘটে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, রবিবার রাত ১০ টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার এলাকার চিহ্নিত মাদক কারবারি জাহেদ এবং আব্দু রহমানের সাথে কথা কাটাকাটি হওয়ার একপর্যায়ে জাহেদ গুলি বের করে আব্দুর রহমানকে লক্ষ্য করে গুলি ছুড়ে। আব্দুর রহমানের বুকের ডান পাশে গুলি লাগে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে কক্সবাজার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, হোয়াইক্যং নয়াবাজার এলাকার বাসিন্দার অলি আহম্মদের ছেলে জাহেদ (৪৫) একজন চিহ্নিত মাদক কারবারি ও সন্ত্রাসী। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্রের আইনের মামলা রয়েছে। ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। ঘটনা পরবর্তী এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
তবে স্থানীয়রা জানান, অস্ত্রধারী এ সব মাদককারবারীদের আশ্রয় দাতাদের খোঁজে বের করে আইনের আওতায় আনা না হলে এই ঘটনার পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা থেকে যাবে। তাই অস্ত্রধারীদের সাথে আশ্রয়দাতাদের বিরুদ্ধে কঠোর অভিযানের দাবি জানান স্থানীয়রা।