শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারের সংকট-সম্ভাবনার কথা বলতে “আওয়াজ”র আত্মপ্রকাশ জুলাই ফাউন্ডেশনের অর্থ আত্মসাত, নাগরিক কমিটির নেত্রী বহিষ্কার। প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি উখিয়ার ১৩ শিক্ষার্থী, প্রধান শিক্ষক আটক ভারুয়াখালী ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ নেতাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার পাঁয়তারা কক্সবাজার সমুদ্রে যৌথ অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ সাত রোহিঙ্গা আটক পূর্বাচল প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা ও পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ট্রাম্পের শুল্ক থেকে তিন মাস রেহাই পাবে বাংলাদেশসহ অনেকে, চীনের কাঁধে আরো বোঝা খুটাখালীতে অপহৃত যুবকের মোটরসাইকেল উদ্ধার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে হিজড়া গোষ্ঠীর উৎপাত, ট্যুরিস্ট পুলিশের বিরুদ্ধে স্লোগান বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

টেকনাফে প্লাষ্টিকের ব্যাগের ভিতর ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার: আটক-১

নুরুল হোসাইন, টেকনাফ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৫৪ বার পঠিত

নুরুল হোসাইন,টেকনাফ:

টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অভিযানে ১ জন আসামীসহ ১০ দশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশের কক্সবাজার রিজিয়নের, রামু সেক্টরের অধীনস্থ, টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি সদা জাগ্রত অতন্দ্র প্রহরী থেকে সীমান্ত নিরাপত্তায় বাংলাদেশের সর্ব দক্ষিণের বাংলাদেশ-মায়ানমার সীমান্তে দায়িত্ব পালন করছে। টেকনাফ ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃ রাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে যথাযথ ও কার্যকরীভাবে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে বেসামরিক পরিমন্ডলে ভূয়সী প্রশংসা অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় ০৯ ডিসেম্বর ২০২৪ তারিখ টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির  অভিযানে ১জন আসামীসহ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক  মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ পিএসসি জানান,

৯ ডিসেম্বর ২০২৪ তারিখ টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি এর অধীনস্থ হোয়াইক্যং বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-১৮ হতে ৫০০ গজ উত্তর-পূর্ব দিকে কোনাপাড়া নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে আসতে পারে।

উক্ত তথ্যের ভিত্তিতে হোয়াইক্যং বিওপির একটি চোরাচালান প্রতিরোধ টহলদল কোনাপাড়া মাঠ এলাকায় গমন করতঃ কৌশলগত অবস্থান গ্রহণ করে। আনুমানিক ৩টা৩০ ঘটিকায় পূর্ব থেকেই কৌশলগত অবস্থানে থাকা বিজিবি টহলদল একজন ব্যক্তিকে বাংলাদেশ-মায়ানমার সীমান্ত শূন্য লাইন অতিক্রম করে কোনাপাড়া মাঠ এলাকার দিকে আসতে দেখে। উক্ত ব্যক্তির চলাচলের গতিবিধি সন্দেহ হওয়ায় পূর্ব হতেই কৌশলগত অবস্থানে থাকা বিজিবি টহলদল তাকে চারদিক থেকে ঘেরাও করতঃ আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উক্ত ব্যক্তির হাতে থাকা একটি প্লাষ্টিকের ব্যাগের ভিতর হতে ১০ দশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও আটককৃত আসামীর নিকট হতে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়। আটককৃত আসামীরা হলেন,মোহাম্মদ সোহেল (২২), পিতা-মৃত মোহাম্মদ হোসেন, গ্রাম-নয়াপাড়া, থানা-মংডু, জেলা-মংডু, মায়ানমার।

উল্লেখ্য, আটককৃত আসামীকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট এবং মোবাইল ফোনসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs